ভূঁইয়া মোহাম্মদ ইমরাদ (তুষার): অগ্নিকাণ্ড একটি ভয়াবহ দুর্যোগ, যা প্রতি বছর হাজারও মানুষের জীবন ও সম্পদ কেড়ে নিচ্ছে। আগুন একটি অদৃশ্য আতঙ্ক, যা মুহূর্তে সবকিছু পুড়িয়ে ছাই করে দেয়। কিন্তু এখন আগুন নেভানোর পদ্ধতিও আগুনের গতির মতো দ্রুত হচ্ছে প্রযুক্তির কল্যাণে। বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যেই অগ্নিনির্বাপণে যুক্ত করেছে ড্রোন, রোবট, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেন্সর, স্যাটেলাইট





