
ক.বি.ডেস্ক: গ্রাহকের চাহিদার কথা বিবেচনা করে দেশের বাজারে রেনো সিরিজের নতুন ফোন এনেছে স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো।সম্প্রতি এক অনলাইন ইভেন্টের মাধ্যমে ‘‘রেনো ৬’’ ফোনটি উন্মোচন করা হয়। মানুষের জীবনযাত্রায় নতুন মাত্রা যোগ করতে দীর্ঘদিন ধরে কাটিং-এজ প্রযুক্তি নিয়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে অপো। এরই ধারাবাহিকতায় রেনো ৬ ফোনে এমন কিছু আকর্ষণীয় ফিচার যোগ করা হয়েছে।