ক.বি.ডেস্ক: ইনফিনিক্স’র নোট সিরিজের সর্বশেষ ও সর্বাধুনিক স্মার্টফোন ‘‘নোট ১২ জি৯৬’’ উন্মোচন করা হয়। স্মার্টফোনটিকে তকমা দেয়া হয়েছে ‘স্পিড মাস্টার’ হিসেবে। এই ডিভাইসের অত্যাধুনিক ফিচারসমূহ স্মার্টফোন ব্যবহারের শক্তিশালী অভিজ্ঞতা বহুগুণে বাড়িয়ে দেয়। এতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৬ ফ্ল্যাগশিপ প্রসেসর, ৬.৭ ইঞ্চি এফএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে এবং ১৩জিবি বর্ধিত র্যাম।





