
ক.বি.ডেস্ক: ভিভো বাংলাদেশের স্মার্টফোন বাজারে নিয়ে আসছে নতুন ‘‘ওয়াই৩৩এস’’ ডিভাইস। আজ সোমবার (২৮ মার্চ) থেকে স্মার্টফোনটির জন্য প্রি-বুকিং শুরু হয়েছে, চলবে ১ এপ্রিল পর্যন্ত। আগামী ২ এপ্রিল থেকে স্মার্টফোনটি দেশের সকল অথোরাইজড ভিভো স্টোরগুলোতে পাওয়া যাবে। স্মার্টফোনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে: https://www.vivo.com/bd ভিভো ওয়াই৩৩এস: বাজেট স্মার্টফোনে উদ্ভাবনী ফিচার,