
ক.বি.ডেস্ক: রিয়েলমি চ্যাম্পিয়ন সি-সিরিজ এর নতুন স্মার্টফোন সি৩০এস দেশের বাজারে উন্মোচন করেছে। দ্রুততম সাইড-ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্লিম বডি ও বিশাল ব্যাটারি সম্বলিত এই ফোন। সি সিরিজের ফোনে একজন ব্যবহারকারীর জন্য প্রয়োজনীয় সব ফিচার আছে। স্ট্রাইপ ব্ল্যাক ও স্ট্রাইপ ব্লু এই দু’টি রঙে পাওয়া যাচ্ছে। সি৩০এস (৩জিবি/৬৪জিবি ভ্যারিয়েন্ট) মাত্র ১২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।