ক.বি.ডেস্ক: বাংলাদেশে রিয়েলমি ১৫ সিরিজ উন্মোচন করা হয়। সিরিজটিতে থাকছে তিনটি মডেল- রিয়েলমি ১৫ ফাইভজি, ১৫ প্রো ফাইভজি ও ১৫টি ফাইভজি। আগামী প্রজন্মের ডিজিটাল ক্রিয়েটর ও এআই-প্রেমিদের জন্য ডিজাইন করা এই ডিভাইসটিতে সর্বাধুনিক পারফরম্যান্স, উদ্ভাবনী এআই ফিচার ও সর্বাধুনিক ক্যামেরা রয়েছে। ১৫ অক্টোবর পর্যন্ত ক্রেতারা প্রি-বুক করতে পারবেন। প্রি-অর্ডারে থাকছে গিফট বক্স, রিয়েলমি





