
ক.বি.ডেস্ক: ইনফিনিক্স দেশের স্মার্টফোন বাজারে নিয়ে এলো ‘স্মার্ট ৮’ মডেলের নতুন বাজেট স্মার্টফোন। টিম্বার ব্ল্যাক, গ্যালাক্সি হোয়াইট, ক্রিস্টাল গ্রিন এবং শাইনি গোল্ড এই চার রঙে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি। তুলনামূলক মূল্য কম হলেও, প্রয়োজনীয় সব ফিচার রয়েছে ফোনটিতে। ফোনটির মূল্য ১১,৪৯৯ টাকা। ১০,৪৯৯ টাকায় ‘স্মার্ট ৮’ পাওয়া যাবে দারাজে। ফোনটির ৪জিবি+৬৪জিবি ভার্সনও বাজারে পাওয়া