ক.বি.ডেস্ক: দারাজের ১১.১১ ক্যাম্পেইনে বেস্ট সেলিং ৫জি স্মার্টফোন এ পরিণত হয়েছে ‘রিয়েলমি জিটি নিও ২’। ১১.১১ চলাকালীন স্মার্টফোন ব্যবহারকারীরাদের জন্য আকর্ষণীয় অফার ও ছাড়ে রিয়েলমির সেরা ফোন ও ডিভাইস কেনার সুযোগ দেয়া হয়। এ ক্যাম্পেইনে ক্রেতারা রিয়েলমি জিটি নিও ২ কিনতে পেরেছেন ৫০০০ টাকা ছাড়ে মাত্র ৩৪,৯৯০ টাকায়। ক্যাম্পেইনে সর্বাধিক বিক্রিত ৫জি স্মার্টফোন হয়েছে





