সিম্ফনি দেশের বাজারে নিয়ে এলো এআই সমৃদ্ধ ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ৪০০০ মিলি অ্যাম্পিয়ার বিগ ব্যাটারীর নতুন এক স্মার্টফোন ‘সিম্ফনি জেড২৮’। অসামনেস রিডিফাইন্ড শ্লোগানের এই ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড ১০.০। সিম্ফনির এই ফ্ল্যাগশিপ ফোনটি ক্যারিবিয়ান ব্লু এবং ক্যারিবিয়ান রেড কালারে পাওয়া যাচ্ছে মাত্র ৮ হাজার ৯৯০ টাকায়। ২০:৯ অ্যাসপেক্ট রেশিও’র এই





