
ক.বি.ডেস্ক: ইনস্টাগ্রাম টিমের তৈরি করা নতুন অ্যাপ “থ্রেডস” উন্মোচন করল মেটা। টেক্সট শেয়ারের জন্য তৈরি এই অ্যাপটির প্রাথমিক সংস্করণ উন্মোচনের ঘোষণা দেন মার্ক জাকারবার্গ। আপনি ক্রিয়েটর হোন অথবা নিয়মিত পোস্টকারী, রিয়েল-টাইম আপডেট আর পাবলিক কনভারসেশনের একদম নতুন ও আলাদা স্পেস নিয়ে হাজির হয়েছে থ্রেডস। থ্রেডস’কে উন্মুক্ত ও ইন্টারঅপারেবল সোশ্যাল নেটওয়ার্কের উপযোগী করে তোলার