
ভিভো তাদের স্মার্টফোনের ডিজাইনে প্রতিনিয়ত নিয়ে আসছে নতুনত্ত্ব। ব্যতিক্রম নয় ভিভো ভি৫০ ফাইভজি। অত্যাধুনিক জাইস প্রযুক্তির ক্যামেরার পাশাপাশি ডিজাইনেও চমক দেখাচ্ছে ফোনটি। আকর্ষণীয় কালার, আরামদায়ক গ্রিপ এবং নজরকাড়া হলোগ্রাফিক ডিজাইন দিয়ে এবার স্মার্টফোনপ্রেমীদের মন জয় করছে ভিভো ভি৫০ ফাইভজি। সারাদিনের ব্যস্ততায় স্বস্তির আশ্বাসআধুনিকতার এই যুগে ব্যস্ত দুনিয়ার সঙ্গে যোগাযোগ