ক্রিয়েটিভ আইটি ও ফুডপ্যান্ডা’র মধ্যে চুক্তি
ক.বি.ডেস্ক: দেশের আইটি শিক্ষা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট এবং অনলাইনে খাবার ও গ্রোসারি সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপ্যান্ডা’র মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তি অনুযায়ী, ক্রিয়েটিভ আইটি ইন্সটটিউিট পরিবারের সকলে (ছাত্র-ছাত্রী, র্কমর্কতা, এ্যালামনাই) ফুডপ্যান্ডা থেকে নির্দিষ্ট শতাংশ বিশেষ ছাড়ে খাবার র্অডার করতে পারবেন।
ফুডপ্যান্ডা’র হেড অব করপোরেট সেলস সৈয়দ ফায়াদ মুনয়েম, সিনিয়র করপোরেট সেলস এক্সিকিউটিভ হাবিব-উর-রহমান এবং ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউটের ব্রান্ডিং ও মার্কেটিং হেড আশরাফ ইনসান ইভান, হেড অব অপারেশন মো. আকরাম হোসাইন নিজেদের প্রতিষ্ঠানের প্রতনিধিত্বি করেন।
বাংলাদেশের করপোরেট প্রতিষ্ঠানগুলোর অর্ডার প্রক্রিয়া সহজ ও সুবিধাজনক করার জন্য ‘ফুডপ্যান্ডা ফর বিজনেস’ নামে করপোরেট সেবা চালু করেছে ফুডপ্যান্ডা। করপোরেট গ্রাহকদরে জন্য তৈরি এই প্ল্যাটফর্মটির বিশেষ ছাড়, অ্যালাওয়ন্সে সেটিং অপশন, সহজে বলি পরিশোধ ও আরও অনেক সুবিধাসহ খুব সহজে র্অডার করা যাবে।