মোবাইল সাম্প্রতিক সংবাদ স্মার্টফোন

আসছে রেনো সিরিজের নতুন ফোন

ক.বি.ডেস্ক: কাটিং-এজ প্রযুক্তির অপো আবারও দেশের বাজারে নতুন স্মার্টফোন নিয়ে আসছে। ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফিতে সেরা এবারের ফোনটি হবে রেনো সিরিজের সর্বশেষ ভার্সন। ফোনটি ক্যামেরা ফিচারে একপ্রকার আর্ট নিয়ে আসবে। রেনো সিরিজের এই ফোনটি খুব শিগগিরই বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। ফোনটি কবে আসবে, মূল্য কতো, কি কি থাকছে এ সম্পর্কে বিস্তারিত জানতে অপোর ফেসবুক পেজ ও ওয়েবসাইটে চোখ রাখুন।

রেনো সিরিজের নতুন ফোনটির বিশেষ দিক হচ্ছে এতে থাকছে সিনেম্যাটিক বোকেহ ফ্লেয়ার পোর্ট্রেট ক্যামেরা সেটআপ। ফটোগ্রাফির জন্য ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ ও শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সক্ষমতা ফটোগ্রাফিতে ভিন্ন মাত্রা যোগ করবে। চাইলে পোর্ট্রেট ভিডিওতে সিনেম্যাটিক বোকেহ ফ্লেয়ার ইফেক্ট যোগ করা যাবে। ১৭৩ গ্রাম ওজনের সঙ্গে নতুন ফোনটির পুরত্ব হবে ৭.৮ মিলিমিটার। দৃষ্টিনন্দন ডিজাইন ও কালারের জন্য ব্যবহার করা হয়েছে অপো রেনো গ্লো ইফেক্ট। বড় ব্যাটারি থাকার কারণে ফোনটি গেমারদের প্রত্যাশাও পূরণ করবে বলে আশা করা যায়। আর কাস্টমাইজড স্মার্টফোন অভিজ্ঞতার দিতে ফোনে থাকছে কালারওএস ১১ অপারেটিং সিস্টেম।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *