পণ্য সম্পর্কে সাম্প্রতিক সংবাদ

তরুণদের টার্গেটই ভিভো ভি সিরিজে

ক.বি.ডেস্ক: বাংলাদেশে ভিভো’র ভি সিরিজের অন্যতম লক্ষ্য থাকে দেশের তরুণ গ্রাহকরা। তরুণদের মধ্যে স্মার্টফোন ব্যবহারের প্রবণতা বেশি। এরাই সবচেয়ে বেশি ছবি তুলতে পছন্দ করে, গেম খেলতে এমনকি মোবাইলে মুভিও দেখতে পছন্দ করে। তাই এতসব চাপ সামলাতে একদিকে স্মার্টফোনের ক্যামেরাটি যেমন দূর্দান্ত হওয়া চাই, তেমনি চাই ব্যাটারির পারফরম্যান্স। ভিভো ভি সিরিজের স্মার্টফোনগুলো এই সবগুলো চাহিদারই সমন্বয়। সম্প্রতি এক বিবৃতিতে ভিভো বাংলাদেশের ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার তানজীব আহামেদ এসব কথা বলেন।

ক্যামেরা প্রযুক্তি বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো’র অন্যতম গবেষণার ক্ষেত্র। স্মার্টফোন ক্যামেরায় পপআপ গিম্বল স্ট্যাবিলাইজেশন, নিত্যনতুন ক্যামেরার প্রযুক্তি, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এসবই মৌলিক উদ্ভাবন হিসেবে তাদের স্মার্টফোনে ব্যবহার করেছে ভিভো। আবার সুপার নাইট সেলফি প্রযুক্তি, ডুয়েল ভিডিও ক্যামেরার মতো প্রযুক্তিগুলো ভিভো সংযোজন করেছে বাইরে থেকে। ভি সিরিজে শুধু ক্যামেরাই না, গুরুত্ব পেয়েছে উন্নত প্রসেসর, স্টোরেজ আর টেকসই ব্যাটারি।

বাংলাদেশে যাত্রা করা ভিভো ভি সিরিজের স্মার্টফোনগুলোর মধ্যে অন্যতম হলো ভিভো ভি২০, ভি২০এসই, ভি১৯, ভি১৫, ভি১৫ প্রো, ভি১১, ভি১১ প্রো, ভি৯, ভি৯ ইয়ুথ, ভি৭, ভি৭+ ইত্যাদি। এর মধ্যে ভিভো ভি১৫ এবং ভি১৫প্রোতে যুক্ত করা হয়েছিলো পপআপ সেলফি ক্যামেরা। পপআপ ক্যামেরা ভিভোর নিজস্ব উদ্ভাবন। ভি১৭প্রোতে ছয় ক্যামেরা যুক্ত করেছিলো ভিভো; যার সঙ্গে ছিলো ডুয়েল পপ-আপ সেলফি ক্যামেরাও। এ ছাড়া ক্যামেরায় ছিলো পোজ মাস্টার ও এআই মেকআপের বাড়তি আকর্ষণ। আর ভি১৯ মডেলটিতে ছিলো ডুয়েল আই ভিউ ক্যামেরা।

এ ছাড়া গত বছর বাজারে আসা ভিভো ভি২০তে যুক্ত হয়েছিলো দেশের সবচেয়ে বড় ৪৪ মেগাপিক্সেলের আই অটোফোকাস সেলফি ক্যামেরা ও ডুয়েল ভিডিও ক্যামেরা প্রযুক্তি। সে সময় দেশের তরুণদের মধ্যে তুমুল সাড়া ফেলেছিলো ভিভো ভি২০। এরপর আসে ভি২০এসই; যার অন্যতম আকর্ষণ ছিলো এর ১ টেরাবাইটের রম বৃদ্ধি এবং ৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জার। এক কথায় বলতে, ভিভো ভি সিরিজ হলো উন্নত প্রযুক্তির আর চাহিদার সংমিশ্রণের ধারাবাহিকতা।

এ বিষয়ে ভিভো বাংলাদেশের প্রোডাক্ট ডিরেক্টর ডেভিড লী বলেন, এটা সত্যি যে, বাংলাদেশে ভি সিরিজের ওপর বেশি জোর দেয় ভিভো। কেননা এদেশে বিশাল সংখ্যক তরুণ রয়েছে; যাদের স্মার্টফোন কেনার অন্যতম আকর্ষণ থাকে ক্যামেরা, মুভি দেখা ও গেম খেলা। আর ভিভো ভি সিরিজে ক্যামেরা, ব্যাটারি আর ফ্ল্যাশ চার্জারের যে সমন্বয় রয়েছে, তা তরুণদের এসব চাহিদা পূরণ করে অনায়াসে। এ পর্যন্ত ভি সিরিজের সবচেয়ে বেশি গ্রাহক ছিলো তরুণরাই। ভবিষ্যতেও তাঁরা এভাবে ইতিবাচক প্রতিক্রিয়া জানাবে বলে আশা করি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *