ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘সিআরইএসটি’ চালু
ক.বি.ডেস্ক: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে চালু করা হলো ‘সেন্টার অব রিসার্চ এক্সিলেন্স ইন সেমিকন্ডাক্টর টেকনোলজি’ (সিআরইএসটি)। এটি জাতি হিসেবে উদ্ভাবনের পথে রূপান্তরের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ ও নির্ণায়ক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে এবং বৈশ্বিক সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে বাংলাদেশের বিশ্বাসযোগ্য অংশগ্রহণের ভিত্তি স্থাপন করেছে।
সম্প্রতি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সিআরইএসটি’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ ফেরহাত আনোয়ার। মূল বক্তব্য রাখেন বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর সভাপতি এম এ জব্বার।
‘সিআরইএসটি’ প্রতিষ্ঠিত হয়েছে একটি জাতীয় গবেষণা কেন্দ্র হিসেবে, যার মূল লক্ষ্য উন্নত সেমিকন্ডাক্টর প্রযুক্তি- যার মধ্যে রয়েছে এআইকেন্দ্রিক চিপ ডিজাইন, ভিএলএসআই সিস্টেম, রোবোটিক্স, উপকরণ বিজ্ঞান, প্যাকেজিং ও টেস্টিং এবং ভবিষ্যৎ হার্ডওয়্যার প্ল্যাটফর্ম। টেকসই গবেষণা উৎকর্ষ ছাড়া বাংলাদেশ প্রযুক্তি ভোক্তা থেকে প্রযুক্তি উদ্ভাবকে রূপান্তরিত হতে পারবে না। সিলিকন রিভার ভিশন এবং সিআরইএসটি উদ্যোগের রূপকার হলেন যুক্তরাষ্ট্রের পার্ডু বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক প্রফেসর মুহাম্মদ মুস্তাফা হুসাইন।
অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল প্রথম ‘সিআরইএসটি’ ফেলোশিপ ঘোষণা। এই ফেলোশিপের আওতায় ৮ জন স্নাতকোত্তর ও ২ জন স্নাতক শিক্ষার্থী সারা বছরব্যাপী ৯টি উন্নত সেমিকন্ডাক্টর গবেষণা বিষয়ে নিজ নিজ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে কাজ করার সুযোগ পাবেন।
প্রথম ব্যাচের ‘সিআরইএসটি’ ফেলোরা হলেন- মো. শাজোল আল মামুন (বুয়েট), আকিফ হামিদ (ইউআইইউ), কে এম মেহেদী হাসান (ইডব্লিউইউ), মো. শরীফ উদ্দিন (ইউএপি), ইশমাম হোসেন (এনএসইউ), প্রিয়াঙ্কা দাস (ব্র্যাক বিশ্ববিদ্যালয়), জুনায়েদ জলিল (বুয়েট), মো. খালিদ হোসেন (বুয়েট), আফসানা আনজুম আখি (ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং শেখ তারিফুল ইসলাম (বুয়েট)।





