আনুষাঙ্গিক মোবাইল

অনার ‘বিজয়’ অফারে ২০ হাজার টাকা ক্যাশব্যাক!

ক.বি.ডেস্ক: অনার ৪০০ সিরিজের স্মার্টফোনে ‘বিজয়’ অফার চালু করেছে অনার বাংলাদেশ। এই অফারের আওতায় ক্রেতারা ১০ হাজার থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন। অনার ৪০০ ফাইভজি এবং অনার ৪০০ প্রো ফাইভজি এই দুই মডেলে ক্যাশব্যাক অফারটি প্রযোজ্য হবে।

বর্তমানে অনার ৪০০ ফাইভজির মূল্য ৫৯,৯৯৯ টাকা এবং অনার ৪০০ প্রো ফাইভজির মূল্য ৭৯,৯৯৯ টাকা। ক্যাশব্যাক সুবিধার ফলে তুলনামূলক কম খরচে এ স্মার্টফোনগুলো কেনার সুযোগ থাকছে। ক্যাশব্যাক সুবিধা নেয়ার জন্য ফোন কেনার পরে হ্যান্ডসেট থেকেই ডিভাইসটির আইএমইআই নম্বর এসএমএস করলে, ফিরতি বার্তায় ক্যাশব্যাক সংক্রান্ত তথ্য জানিয়ে দেয়া হবে। গ্রাহকদের আরও বাড়তি সুবিধা দিতে, ‘সহজ কিস্তিতে শখের অনার’ একটি সহজ ক্যাশ-ইএমআই সুবিধাও চালু করেছে।

অনার ৪০০ সিরিজের দুইটি মডেলেই রয়েছে ৬.৫৫ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৭৩৬×১২৬৪ রেজ্যুলেশন, ৬০০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি ও এআই-ভিত্তিক ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। যুক্ত করা হয়েছে শক্তিশালী ক্যামেরা সেটআপ। এতে রয়েছে ২০০ মেগাপিক্সেলের কৃত্রিম বুদ্ধিমত্তা–সমর্থিত (এআই) মেইন ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা–ওয়াইড লেন্স ও ৫০ মেগাপিক্সেলের পোর্ট্রেইট সেলফি ক্যামেরা। ডিভাইসগুলোতে ৩০ গুণ টেলিফটো জুম সুবিধা থাকছে।

ক্যাশব্যাক সুবিধার পাশাপাশি, এই ক্যাম্পেইনে ক্রেতাদের জন্য থাকছে বাড়তি চমক। অনার প্লে১০ ও অনার ম্যাজিক ভি ফাইভ কিনলে মিলবে বিশেষ উপহার। ১০,৯৯৯ টাকা মূল্যের অনার প্লে১০-এর সঙ্গে পাওয়া যাবে অনার নেকব্যান্ড, আর ১,৯৯,৯৯৯ টাকা মূল্যের অনার ম্যাজিক ভি ফাইভের সঙ্গে থাকছে অনার হেডফোন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *