বিডিটিকেটস: সেন্টমার্টিন ট্যুরের সব কিছু এখন এক প্ল্যাটফর্মে
ক.বি.ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর আবারও পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। নীলাভ সাগরের এই দ্বীপে এবারের স্বপ্নময় ভ্রমণকে আরও সহজ, নিরাপদ ও ঝামেলাহীন করবে অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম ‘বিডিটিকেটস’। বাস থেকে শুরু করে শিপ টিকেট, রিটার্ন টিকেট এবং ট্রাভেল পাস সবই এক জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন ভ্রমণকারীরা।
এ বছর বাংলাদেশ ট্যুরিজম বোর্ড অনুমোদিত অনলাইন শিপ টিকেটিং প্ল্যাটফর্ম হিসেবে স্বীকৃতি পেয়েছে বিডিটিকেটস। অনলাইন প্ল্যাটফর্মটির মাধ্যমে শিপ টিকেট কাটলেই যাত্রীরা স্বয়ংক্রিয়ভাবে পাচ্ছেন ট্রাভেল পাস সুবিধা। পাশাপাশি ভ্রমণ পরিকল্পনায় সহায়তা করতে থাকছে রাউন্ড ট্রিপ টিকেট কেনার সুযোগ। ঘরে বসেই কাটা যাচ্ছে সেরা রেটের টিকেট।
বিডিটিকেটস ব্যবহারকারীরা সপ্তাহের সাত দিন যে কোনও সময় অনলাইনে টিকেট কাটতে পারবেন। যে কোনও সহায়তার জন্য ১৬৪৬০ নম্বরে কল করে কাস্টমার কেয়ার সাপোর্ট নিতে পারবেন তারা। এ সম্পর্কিত আপডেট, সুবিধা, অফার সম্পর্কে জানা যাবে বিডিটিকিটসের অফিসিয়াল ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ থেকে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ডিসেম্বর ও জানুয়ারি দুই মাস রাত যাপনেরও সুযোগ থাকবে।
এবার সেন্টমার্টিন যাওয়ার পথে প্রতিটি শিপের যাত্রীসংখ্যা নির্দিষ্ট সীমায় নিয়ন্ত্রিত থাকছে। ভ্রমণ স্থলে গিয়ে টিকেট কাটার কোনও সুযোগ নেই। তাই টিকেট অবশ্যই আগাম সংগ্রহ করতে হবে। এতে যাত্রীর নাম ও জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিল আছে কিনা তা নিশ্চিত করতে হবে। যাত্রার সময় সঙ্গে রাখতে হবে টিকেটের হার্ড কপি।





