আর্মি আইবিএ আইটি ক্লাব উদ্বোধন
ক.বি.ডেস্ক: ‘প্রযুক্তি, উদ্ভাবন ও শিক্ষা: ভবিষ্যতের দিগন্ত’ শীর্ষক এক বিশেষ আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে ‘আর্মি আইবিএ আইটি ক্লাব’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নবগঠিত আইটি ক্লাবের উপদেষ্টা হলেন সহকারী অধ্যাপক আফজাল হোসাইন, সভাপতি ফাওজিয়া তাসনিম অন্তরা, সহসভাপতি তানভীর আহমেদ, ইফতেখার আহমেদ ও নিশাত আহমেদ এবং সদস্যদ্বয় হাসনাত রাগীব মান্নান ও আবু বকর সিদ্দিক। আইটি ক্লাবের কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা, সমস্যা সমাধান, নেতৃত্ব বিকাশ এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গতকাল বুধবার (২৬ নভেম্বর) সাভার ক্যান্টনমেন্টের আর্মি আইবিএ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘আর্মি আইবিএ আইটি ক্লাব’-এর উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন কানেক্টিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী হাসান রবিন। সম্মানিত অতিথি ছিলেন বিআইটিএম এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)- এর সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন। সভাপতিত্ব করেন আর্মি আইবিএ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ শাহেদ রহমান (অব.)।
‘প্রযুক্তি, উদ্ভাবন ও শিক্ষা: ভবিষ্যতের দিগন্ত’ শীর্ষক এক বিশেষ আলোচনায় প্রযুক্তি শিক্ষার ভবিষ্যৎ দিকনির্দেশনা, উদ্ভাবন, নেতৃত্ব এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষার্থীরা যদি আইসিটি দক্ষতা, উদ্ভাবনী মানসিকতা ও ডিজিটাল সক্ষমতা অর্জন করতে পারে, তবে তারা ভবিষ্যতে শুধু চাকরিজীবী নয়- বরং উদ্ভাবক, উদ্যোক্তা ও সফল ব্যবসায়ি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।

ইঞ্জিনিয়ার মো. রুহুল আমিন বলেন, “ভবিষ্যতের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল দক্ষতা অপরিহার্য। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের হাতে-কলমে শেখার বাস্তব সুযোগ সৃষ্টি করে।”
মোহাম্মদ কাওছার উদ্দীন বলেন, “ডিজিটাল ট্রান্সফরমেশন, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পরিবর্তনশীল বৈশ্বিক প্রযুক্তি ব্যবস্থার সুযোগ ও চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে আমাদের সকলকে।”
কাজী হাসান রবিন বলেন, “আন্তর্জাতিক সংযোগ, বাস্তব অভিজ্ঞতা এবং শিল্প–খাতে প্রয়োজনীয় দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে।”
মো. মোফাজ্জল হোসেন বলেন, “শিক্ষার্থীদের প্রযুক্তির দায়িত্বশীল ও ইতিবাচক ব্যবহারে গুরুত্ব দিতে হবে এবং ভবিষ্যৎ কর্মবাজারে এ দক্ষতার প্রয়োজনীয়তা রয়েছে।”





