সাম্প্রতিক সংবাদ

‘সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৫’-এ সম্মাননা পেলেন গ্রামীণফোনের সিসিএও ও সিএমও

ক.বি.ডেস্ক: গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) তানভীর মোহাম্মদ ‘চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার অব দ্য ইয়ার ২০২৫’ এবং চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান ‘চিফ মার্কেটিং অফিসার অব দ্য ইয়ার ২০২৫’ এর সম্মানে ভূষিত হয়েছেন। দক্ষ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৫’’-এ তাদের এই সম্মাননা প্রদান করা হয়।

এই অর্জন দীর্ঘ অভিজ্ঞতা, কৌশলগত নেতৃত্ব এবং টেলিকম খাতে পথ প্রদর্শক হিসেবে তাদের অবদানকে তুলে ধরেছে। নিজ নিজ পেশাগত ক্ষেত্রে তারা একটি নতুন মানদণ্ড স্থাপন করেছেন, যা বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় গ্রামীণফোনের অবস্থানকে আরও সুসংহত করেছে। তারা উভয়েই দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা, গ্রাহক-কেন্দ্রিক উদ্ভাবন এবং নিরাপদ ও স্মার্ট ডিজিটাল ভবিষ্যতের লক্ষ্যে কোম্পানির কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস এমন স্বপ্নদ্রষ্টা করপোরেট নির্বাহীদের স্বীকৃতি প্রদান করে যারা কৌশলগত দূরদৃষ্টি, দৃঢ়তা ও উৎকর্ষতার মাধ্যমে বিভিন্ন শিল্প খাতে নতুন মানদণ্ড স্থাপন করেন। নেতৃত্বের বিকাশ, টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতকরণ এবং বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যত বিনির্মাণে অবিচল গ্রামীণফোন; এই অর্জন সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *