উদ্যোগ

ডিজিটাল রূপান্তরে বাংলালিংক ও এস এ গ্রুপ

ক.বি.ডেস্ক: করপোরেট কানেক্টিভিটি, ফিল্ড ফোর্স লোকেটর সার্ভিস, ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম সহ একাধিক ব্যবসায়িক সমাধান দেবে বাংলালিংক। এসব সেবা এস এ. গ্রুপকে তাদের ব্যবসায়িক কার্যক্রম আরও কার্যকরী উপায়ে পরিচালনা, নতুন ও অধিক সংখ্যক গ্রাহকের কাছে পৌঁছানো এবং প্রবৃদ্ধির নতুন সুযোগ তৈরিতে সহায়তা করবে। এ লক্ষে চট্টগ্রামভিত্তিক শিল্প প্রতিষ্ঠান এস এ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সঙ্গে করপোরেট চুক্তি স্বাক্ষর করেছে বাংলালিংক।

সম্প্রতি, চট্টগ্রামে এস এ গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেসের লার্জ করপোরেট ডিরেক্টর রুবাইয়াত আলম তানজীন এবং এস এ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন আলম চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেসের হেড অব কি সেগমেন্ট সাদ মোহাম্মদ ফাইজুল করিম, চট্টগ্রামের হেড অব এন্টারপ্রাইজ বিজনেস রাজীব বিশ্বাস, করপোরেট অ্যাকাউন্ট ম্যানেজার শাহরিয়ার ইসলাম খান এবং এস এ গ্রুপের এজিএম (সেলস কো-অর্ডিনেশন, এমআইএস অ্যান্ড সার্ভে) মো. আমির হোসেন, ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিন) মোরশেদ মঈনুদ্দিন উপস্থিত ছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *