৬০ ফ্রিল্যান্সারকে সরাসরি প্রশিক্ষণ দিচ্ছে বাক্কো-আইসিটি বিভাগ
ক.বি.ডেস্ক: দেশের দ্রুত বর্ধনশীল বিপিও (বিজনেস প্রসেস আউটসোর্সিং) এবং আউটসোর্সিং শিল্পকে আরও শক্তিশালী করতে এবং এই খাতের সঙ্গে যুক্ত ফ্রিল্যান্সারদের দক্ষতা আন্তর্জাতিক মানের করে তুলতে নতুন একটি বিশেষ প্রশিক্ষণ প্রকল্প চালু করতে যাচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের সহযোগিতায় এই প্রকল্পটি বাস্তবায়িত হবে।
প্রকল্পটির নাম দেয়া হয়েছে ‘ফ্রিল্যান্স ফোকাস: উন্নত ভবিষ্যতের জন্য দক্ষতা বৃদ্ধি’। এর লক্ষ্য হলো ফ্রিল্যান্সারদের আধুনিক, উচ্চ-চাহিদাসম্পন্ন দক্ষতা এবং কৌশলগত জ্ঞান দিয়ে প্রস্তুত করা, যাতে তারা বৈশ্বিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে আরও সফল হতে পারে। ১০ দিনব্যাপী এই বিশেষ প্রশিক্ষণ প্রকল্পে ৩টি ব্যাচের মাধ্যমে মোট ৬০ জন ফ্রিল্যান্সারকে প্রশিক্ষণ দেয়া হবে। এতে যেসব গুরুত্বপূর্ণ বিষয়ে দক্ষতা অর্জন করানো হবে, তার মধ্যে রয়েছে-
আপওয়ার্ক, ফাইভার, লিঙ্কডইন সহ জনপ্রিয় মার্কেটপ্লেসগুলোতে প্রোফাইলকে আকর্ষণীয় ও কার্যকরভাবে অপ্টিমাইজ করার কৌশল। উন্নতমানের প্রোপোজাল তৈরি করা এবং কার্যকর ক্লায়েন্ট কমিউনিকেশনের মাধ্যমে কাজ পাওয়ার হার বাড়ানো। বাস্তব কাজের মাধ্যমে একটি শক্তিশালী ও মানসম্মত পেশাদার পোর্টফোলিও গড়ে তোলার সুযোগ। ফ্রিল্যান্সিং কাজের প্রাইসিং (দর নির্ধারণ), পেমেন্ট ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনা বিষয়ে বিশেষজ্ঞদের দিকনির্দেশনা। দীর্ঘমেয়াদি পেশাগত সাফল্যের জন্য সুনির্দিষ্ট ও কৌশলভিত্তিক ক্যারিয়ার রোডম্যাপ তৈরি।
প্রকল্পের সমগ্র কার্যক্রম অনুষ্ঠিত হবে বাক্কোর নিজস্ব প্রশিক্ষণ ল্যাবে। প্রশিক্ষক হিসেবে থাকবেন ফ্রিল্যান্সিং-এ অভিজ্ঞ ও স্বনামধন্য প্রশিক্ষকবৃন্দ। এ ছাড়াও ফ্রিল্যান্সিং জগতের অনুসরণীয় ব্যক্তিত্বরা মেন্টর হিসেবে উপস্থিত থাকবেন, যা প্রশিক্ষণার্থীদের জন্য একটি দারুণ সুযোগ। প্রশিক্ষণ শেষে সফল অংশগ্রহণকারীদের সার্টিফিকেট এবং যাতায়াত ভাতা প্রদান করা হবে।
ফ্রিল্যান্সিং-এ নিজেদের ক্যারিয়ারকে পরবর্তী স্তরে নিয়ে যেতে আগ্রহীদের দ্রুত আবেদন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। আগ্রহী অংশগ্রহণকারীরা https://rb.gy/70z0n5 এই লিংকে প্রবেশ করে আবেদন করতে পারবেন।





