সাম্প্রতিক সংবাদ

হাইব্রিড এসইউভি গাড়ি ওমোদা ৯ পিএইচইভি উন্মোচন

ক.বি.ডেস্ক: দেশের বাজারে উন্মোচন করা হয় অত্যাধুনিক ডিজাইন ও পরিবেশবান্ধব প্রযুক্তির সমন্বয়ে তৈরি প্রিমিয়াম প্লাগ-ইন হাইব্রিড এসইউভি ‘ওমোদা ৯ পিএইচইভি’ গাড়ি। নতুন এই গাড়িটিতে রয়েছে আধুনিক ডিজাইন, উন্নত প্রযুক্তি ও ইনটেলিজেন্ট ড্রাইভিং ফিচার। রয়েছে ৪৪০ কিলোওয়াট (৫৯০ বিএইচপি) শক্তি ও ৯১৫ নিউটন মিটার টর্ক, যা ০ থেকে ১০০ কিমি/ঘণ্টা গতি তুলতে সময় নেয় মাত্র ৪.৯ সেকেন্ড।

গাড়িটিতে রয়েছে অল-হুইল ড্রাইভ প্রযুক্তি ও ১.৫ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন, সর্বোচ্চ ১,২০০ কিমি পর্যন্ত যাত্রা সম্ভব। গাড়ির ভিতরে রয়েছে হিটিং ও কুলিং সুবিধা সহ নাপা লেদার সিট, সনি’র ১৪ স্পিকারের হাই-ফিডেলিটি সারাউন্ড সাউন্ড সিস্টেম এবং ১২.৩ ইঞ্চি লিকুইড এইচডি ক্রিস্টাল ডিসপ্লে। রয়েছে স্লাইডিং প্যানোরামিক ছাদ এবং উন্নত নিরাপত্তা প্রযুক্তি।

সম্প্রতি রাজধানী ঢাকায় বৈশ্বিক গাড়ি ব্র্যান্ড ওমোদা এবং জাইকোর পরিবেশক এশিয়ান ডিস্ট্রিবিউশনস লিমিটেড-এর শোরুমে এক উদ্বোধনী অনুষ্ঠানে গাড়িটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান ডিস্ট্রিবিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সাজেদুর রহমান, পরিচালক দেওয়ান সাইদুর রহমান এবং নির্বাহী পরিচালক সাদিকুল মোশতাক সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা।

ওমোদা ৯ পিএইচইভি গাড়িটি যাতায়াতে যোগ করেছে আরাম, স্টাইল ও নিরাপত্তার নতুন এক মাত্রা। গাড়িটির সঙ্গে রয়েছে বিস্তৃত ৮ বছর বা ১,৬০,০০০ কিলোমিটার (শর্ত প্রযোজ্য) পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা। পাশাপাশি, এতে বাই-ব্যাক সুবিধাও রয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *