উদ্যোগ

প্রাইম ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট সেবা গ্রহণ করবে এসএমসি

ক.বি.ডেস্ক: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড প্রাইম ব্যাংকের সমন্বিত ক্যাশ ম্যানেজমেন্ট সেবা গ্রহণ করবে। প্রতিষ্ঠানটি ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ ব্যবহার করে সকল প্রকার অভ্যন্তরীণ পেমেন্ট বা ডিসবার্সমেন্ট সম্পাদন করতে পারবে এবং প্রাইম ব্যাংকের বিস্তৃত শাখা নেটওয়ার্কের মাধ্যমে সারা দেশ থেকে সেলস কলেকশন করতে পারবে। পাশাপাশি ব্যাংকের উন্নত এমআইএস রিপোর্টিং ও রিকনসিলিয়েশন সিস্টেম এর মাধ্যমে এসএমসি-এর আর্থিক ব্যবস্থাপনা আরও দক্ষ ও স্বচ্ছ হবে।

সম্প্রতি রাজধানীর প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে এই সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও রশিদ এবং এসএমসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাইমপে প্ল্যাটফর্মের মাধ্যমে করপোরেট ক্লায়েন্টরা সহজে ও নিরাপদে বিভিন্ন ধরনের পেমেন্ট সম্পন্ন করতে পারেন। এই সর্বাধুনিক ডিজিটাল চ্যানেলটির মাধ্যমে ইলেকট্রনিক এবং কাগজ-ভিত্তিক উভয় ধরনের লেনদেন- যেমন আরটিজিএস, বিইএফটিএন, আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার, এনপিএসবি, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ওয়ালেট ট্রান্সফার এবং ডিজিটাল স্বাক্ষরযুক্ত করপোরেট চেক ও পে অর্ডার ইস্যু করা যায়। করপোরেট গ্রাহকরা প্রাইমপে’র মাধ্যমে শুল্ক, কর, ভ্যাট ও ইউটিলিটি বিল প্রদান করতে পারেন।

দ্রুত অথরাইজেশন প্রক্রিয়ার কারণে প্রাইমপে গ্রাহকদের জন্য দ্রুত সময়ের মধ্যে লেনদেন সম্পন্ন, খরচ সাশ্রয় এবং অধিক স্বচ্ছতা নিশ্চিত করে। উন্নত টু-ফ্যাক্টর অথেনটিকেশন নিরাপত্তা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত এই প্ল্যাটফর্মটি ওয়েবের মাধ্যমে যেকোনো সময়, যেকোনো স্থান থেকে ব্যবহারের সুবিধা রয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *