মোবাইল স্মার্টফোন

রিয়েলমি সি৮৫ প্রো’র হট সেল শুরু

ক.বি.ডেস্ক: রিয়েলমি সি৮৫ প্রো-এর ফার্স্ট সেল শুরু করেছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। দেশজুড়ে সকল রিয়েলমি ব্র্যান্ড স্টোর ও অথোরাইজড রিসেলার আউটলেট থেকে ক্রেতারা তাদের ডিভাইসটি কিনে নিতে পারবেন। প্রি-বুক যারা করেছিলেন তারা এক্সক্লুসিভ প্রি-অর্ডার গিফট সহ ১০ নভেম্বরের মধ্যে সংগ্রহ করার সুযোগ পাচ্ছেন। রয়েছে এক্সক্লুসিভ রিয়েলমি ব্যাগ ও বাংলালিংকের পক্ষ থেকে স্পেশাল ডেটা।

সবচেয়ে উজ্জ্বল ও ওয়াটার-রেজিজট্যান্ট ফোন হিসেবে পরিচিত রিয়েলমি সি৮৫ প্রো ইন্ডাস্ট্রির সেরা প্রোটেকশন, পাওয়ার ও ইন্টেলিজেন্ট পারফরম্যান্স একটি সাশ্রয়ী প্যাকেজের আওতায় নিয়ে এসেছে। আইপি৬৯ ওয়াটারপ্রুফ রেটিং সহ এই ডিভাইসটি পানির নিচে ৬০ দিন পর্যন্ত সুরক্ষিত থাকতে সক্ষম। ৬.৮ ইঞ্চি ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লের এই ডিভাইসে ৪০০০ নিটস পিক ব্রাইটনেস নিয়ে আসা হয়েছে।

সি৮৫ প্রো-তে সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেখানে এর ১০ ওয়াট রিভার্স চার্জিং ডিভাইসটিকে একটি পোর্টেবল পাওয়ার সোর্সে পরিণত করে। মাল্টিটাস্কিং ও গেমিংয়ের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত করে এর স্ন্যাপড্রাগন প্রসেসর। এর এআই এডিট জিনি ও এআই আউটডোর মোড ছবি এডিট করাকে আরও সাবলীল ও সিস্টেম অপ্টিমাইজেশনকে আগের চেয়ে স্মার্ট করবে।

ডিভাইসটি প্যারট পার্পল ও পিকক গ্রিনের মতো দুইটি রঙে নিয়ে আসা হয়েছে। ডিভাইসটি তিনটি ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। ৬ জিবি + ১২৮ জিবির মূল্য ২০,৯৯৯ টাকা, ৮ জিবি + ১২৮ জিবির মূল্য ২২,৯৯৯ টাকা ও ৮ জিবি + ২৫৬ জিবির মূল্য ২৪,৯৯৯ টাকা। বিস্তারিত: www.realme.com/bd

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *