পানির নিচে ৬০ দিন টিকে থাকবে রিয়েলমি সি৮৫ প্রো
ক.বি.ডেস্ক: পানির নিচে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে উন্মোচিত হলো রিয়েলমি সি৮৫ প্রো। ক্রেতারা ৭ নভেম্বর পর্যন্ত নতুন এই ফোনটি প্রি-বুক করার সুযোগ পাবেন। প্রি-বুকিংয়ে পাবেন এক্সক্লুসিভ রিয়েলমি ব্যাগের সঙ্গে বাংলালিংকের বিশেষ অফার সহ আকর্ষণীয় উপহার। ফার্স্ট-সেল চলাকালে রিয়েলমি সি৮৫ প্রো সংগ্রহকারী ক্রেতাদের এই উপহার দেয়া হবে।
রিয়েলমি সি৮৫ প্রো
নতুন এই ফোনটি ইন্ডাস্ট্রি-লিডিং আইপি৬৯ প্রো ওয়াটারপ্রুফ রেটিং, যা ফোনটিকে পানির নিচে টানা ৬০ দিন পর্যন্ত টিকে থাকতে সক্ষম করে তোলা। প্রবল বৃষ্টি, দুর্ঘটনাক্রমে কিছু পড়ে যাওয়া বা আউটডোরে অ্যাডভেঞ্চার যাই হোক না কেন, ডিভাইসটি চরম প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত। ফোনটিতে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি এবং ১০ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা।
পারফরম্যান্স ও স্টাইলে ৬.৮ ইঞ্চি ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এর ৪০০০ নিটস পিক ব্রাইটনেস উজ্জ্বল আলোতেও অত্যন্ত নিখুঁত ও ঝকঝকে ভিজ্যুয়াল নিশ্চিত করে। রয়েছে স্ন্যাপড্রাগন প্রসেসর, যা ইন্টেলিজেন্ট এআই অপটিমাইজেশনের মাধ্যমে গেমিং, মাল্টিটাস্কিং, স্ট্রিমিং, ফটোগ্রাফি ও আউটডোর ব্যবহারে নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করবে। এতে এআই এডিট জিনি ও এআই আউটডোর মোডের সুবিধা থাকছ।
প্যারট পার্পল ও পিকক গ্রিন দুটি রঙে পাওয়া যাচ্ছে। ফোনটি তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে- ৬ জিবি + ১২৮ জিবির মূল্য ২০,৯৯৯ টাকা, ৮ জিবি + ১২৮ জিবির মূল্য ২২,৯৯৯ টাকা ও ৮ জিবি + ২৫৬ জিবির মূল্য ২৪,৯৯৯ টাকা। বিস্তারিত: www.realme.com/bd





