হেলিও ৪৫: বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপের ছোঁয়া
ক.বি.ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে হেলিও ৪৫ উন্মোচন করেছে এডিসন গ্রুপ। এই স্মার্টফোনটিতে রয়েছে বর্তমান বাজারে মূল্য অনুযায়ী সবচেয়ে অত্যাধুনিক ফিচার। যা বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপের ছোঁয়া পাবেন স্মার্টফোনপ্রেমীরা। দুটি ভ্যারিয়েন্ট ৬ ও ১২৮ জিবির মূল্য ১১হাজার ৯৯৯ টাকা এবং ৮ ও ১২৮ জিবির মূল্য ১২ হাজার ৯৯৯ টাকা। স্মার্টফোনটির সঙ্গে থাকছে গ্রামীনফোনের বান্ডেল অফার।
হেলিও ৪৫ স্মার্টফোন
নতুন এই স্মার্টফোনটিতে আছে অ্যান্ড্রোয়েড ১৫ অপারেটিং সিস্টেম, ২০:৯ এ্যাসপেক্ট রেশিও’র ৬.৬৭ ইঞ্চি ১২০ হার্টজের ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে, মিডিয়াটেকের ১২ ন্যানোমিটার প্রিমিয়াম চিপসেট হেলিও জি৮১ এবং প্রসেসরে আছে ২.০ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর। মাল্টিটাস্কিং এবং হাই পারফরম্যান্সের জন্য আছে ৬ জিবি এবং ৮ জিবি র্যাম। মেমোরী ফিউশনের মাধ্যমে র্যাম বাড়ানো যাবে ৬ জিবি এবং ৮ জিবি করে। ১২৮ জিবি রম দিবে অনেক বেশী অ্যাপ এবং ছবি বা ভিডিও স্টোর করার ব্যবস্থা।
ফটোগ্রাফিপ্রেমীদের জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি সেন্সরের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ, ৩২ এমপি ফ্রন্ট ক্যামেরা সহ ফেস ফোকাস ফিচার। রয়েছে ৫০০০ এমএএইচ লি-পলিমার ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য সঙ্গে থাকছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। বৃষ্টি বা ধুলো বালি থেকে রক্ষা পেতে এই স্মার্টফোনটিতে আছে আইপি ৬৪ এর রেটিং। রয়েছে ৪জি/৩জি/২জি, ওয়াই-ফাই, জিপিএস এবং ওটিজি ব্যবহার করার সুবিধা। এই ফোনটিতে আছে সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার।
এই স্মার্টফোনটিতে আরও কিছু বিশেষ ফিচার আছে- রিভার্স চার্জিং, অ্যাপ হাইড, অ্যাপ লক, ব্যাক গ্রাউন্ড স্ট্রিম এবং নয়েজ ক্যানসেলেশন ইত্যাদি। ফিচার এবং প্রিমিয়াম ডিজাইনের সঙ্গে তিনটি রঙে পাওয়া যাবে- মিন্ট গ্রীন, স্পেস ব্ল্যাক এবং ক্লাসিক নেভি ব্লু।





