উদ্যোগ

ইনফিনিক্স’র ‘লেভেল আপ উইডথ এআই’ এআই ও উদ্ভাবন প্রশিক্ষণ কর্মশালা

ক.বি.ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স এবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের উদ্ভাবন ও প্রযুক্তি চিন্তা ছড়িয়ে দিচ্ছে। ব্র্যান্ডটি ‘লেভেল আপ উইডথ এআই-রিইনভেন্টিং ক্যাম্পাস কানেক্ট ওয়ার্কশপ’- এর মাধ্যমে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা ও গুগল ক্লাউড প্রযুক্তির জগতে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিচ্ছে।

কর্মশালাগুলো শিক্ষার্থীদের নতুনভাবে চিন্তা করতে উৎসাহিত করছে। একই সঙ্গে দেখাচ্ছে, কীভাবে এআই প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনকে বদলে দিচ্ছে। এই সেশনগুলোতে অংশগ্রহণকারীরা হ্যান্ডস-অন ডেমো, ইন্টারঅ্যাকটিভ লার্নিং ও বাস্তব উদাহরণের মাধ্যমে শেখার অভিজ্ঞতা লাভ করছেন যা তাদেরকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নেতৃত্ব দিতে প্রস্তুত করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউল্যাব ও বিইউবিটি দিয়ে শুরু হওয়া এই কর্মশালা এখন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও আয়োজন করা হচ্ছে। প্রতিটি সেশনে শিক্ষার্থীরা গেমিং এক্সপেরিয়েন্স ও ইনফিনিক্সের ওয়ান ট্যাপ এআই–এর মতো ফিচার নিজের হাতে ব্যবহার করে দেখেছেন। এতে তারা বুঝতে পেরেছেন কীভাবে এআই আমাদের জীবনকে আরও সহজ, সংযুক্ত ও সৃজনশীল করে তুলছে।

শিক্ষার্থীরা গেমিং সেশনে অংশগ্রহণ করে ওয়ান ট্যাপ এআই–এর মতো আধুনিক ফিচার কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছে। কীভাবে এআই আমাদের দৈনন্দিন জীবনে সুবিধা, সংযোগ ও সৃজনশীলতার নতুন দিগন্ত উন্মোচন করছে সে বিষয়ে শিক্ষার্থীরা সরাসরি ধারণা পাচ্ছেন।

ইনফিনিক্সের এই উদ্যোগের মূল লক্ষ্য তরুণদের হাতে ভবিষ্যতের প্রযুক্তি তুলে দেওয়া। শিক্ষার্থীরা যেন শুধু তত্ত্ব নয়, বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে এআই শিখতে পারে এই উদ্দেশ্যেই ব্র্যান্ডটি সরাসরি ক্যাম্পাসে শিক্ষা ও উদ্ভাবনের কর্মসূচি নিয়ে হাজির হচ্ছে। এটি শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিকে আরও সহজবোধ্য ও প্রাসঙ্গিক করে তুলছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *