আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

হারিয়ে গেলেও খুঁজে পাবেন এক্সটারনাল এসএসডি!

ক.বি.ডেস্ক: মেমোরি সলিউশনের বৈশ্বিক ব্র্যান্ড টিমগ্রুপ ইঙ্ক নিয়ে এসেছে এক যুগান্তকারী উদ্ভাবন ‘টি-ক্রিয়েট এক্সপার্ট পি৩৪এফ’ ফাইন্ড মাই এক্সটারনাল এসএসডি’। এটি বিশ্বের প্রথম এক্সটারনাল এসএসডি, যাতে রয়েছে অ্যাপল-এর ফাইন্ড মাই অ্যাপের সঙ্গে সরাসরি সংযুক্ত হওয়ার সুবিধা। আপনার ডেটা-সমৃদ্ধ এসএসডি কোথায় আছে, সেটি আপনি যেকোনও সময় ফোন থেকেই ট্র্যাক করতে পারবেন, এমনকি কাছাকাছি থাকলে ডিভাইসটি সাউন্ড অ্যালার্ট দিয়েও আপনাকে জানিয়ে দেবে।

নতুন এই ডিভাইসটি টিমগ্রুপের নিজস্ব পেটেন্টকৃত প্রযুক্তি দ্বারা চালিত, যার ফলে এটি ব্যবহার করতে কোনও অতিরিক্ত ট্র্যাকার বা এক্সেসরিজের প্রয়োজন হয় না। এটি সরাসরি আইফোন, আইপ্যাড ও ম্যাক-এর সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করে, যা অ্যাপল ব্যবহারকারীদের জন্য সত্যিকারের এক স্মার্ট স্টোরেজ সলিউশন।

শুধু প্রযুক্তিগত দিকেই নয়, নকশাতেও রয়েছে অভিনবত্ব। ৭৩ শতাংশ জিঙ্ক অ্যালয় দিয়ে তৈরি এই এসএসডির ওজন মাত্র ৭০ গ্রাম, আর আকারে এটি ক্রেডিট কার্ডের চেয়েও ছোট। ফলে এটি সহজেই পকেট, ব্যাগ কিংবা চাবির রিংয়ের সঙ্গে ঝুলিয়ে বহন করা যায়। চকচকে ধাতব ফিনিশ, ল্যানইয়ার্ড হোল ও মসৃণ ডিজাইন একে দিয়েছে এক প্রিমিয়াম লুক।

পারফরম্যান্সের দিক থেকেও এটি পিছিয়ে নেই। ইউএসবি ৩.২ জেন২x১ ইন্টারফেস ও টাইপ-সি কানেক্টর সমৃদ্ধ এই ডিভাইসটি উইন্ডোজ, ম্যাকওএস ও থান্ডারবোল্ট ডিভাইসের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। পেশাদার ভিডিও এডিটর থেকে শুরু করে সাধারণ ব্যবহারকারী সবার জন্যই এটি এক দারুণ পোর্টেবল ডেটা সলিউশন।

নিরাপত্তা ও টেকসই ব্যবহার নিশ্চিত করতে প্রতিটি ডিভাইস কঠোর পরীক্ষার মধ্য দিয়ে যায় এবং এর সঙ্গে থাকছে তিন বছরের ওয়ারেন্টি। পরিবেশবান্ধব এফএসসি-সার্টিফায়েড প্যাকেজিং ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটি টেকসই উৎপাদন ও কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার প্রতিশ্রুতিও রেখেছে। ‘টি-ক্রিয়েট এক্সপার্ট পি৩৪এফ’ শুধু একটি এক্সটারনাল এসএসডি নয়, এটি আপনার ডেটা সুরক্ষার স্মার্ট সহচর হারিয়ে গেলেও খুঁজে পাবেন নিশ্চিতভাবে। বিস্তারিত: https://www.teamgroupinc.com/en/

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *