সাশ্রয়ী ফাইভজি এআই স্মার্টফোন গ্যালাক্সি এ১৭
ক.বি.ডেস্ক: স্যামসাং দেশের বাজারে উন্মোচন করেছে সাশ্রয়ী ফাইভজি এআই স্মার্টফোন ‘গ্যালাক্সি এ১৭ ৫জি’। স্যামসাং এর সর্বশেষ উদ্ভাবন নতুন এই স্মার্টফোনটিতে ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন জেমেনাই এআই ফিচার ‘সার্কেল টু সার্চ’। রয়েছে জেমেনাই লাইভ, অ্যাক্রোস অ্যাপস অ্যাকশন ও এআই ইমেজ ক্রিয়েশন ফিচার।
‘সার্কেল টু সার্চ’ ফিচারের মাধ্যমে স্ক্রিনে থাকা কোনও বস্তু বা লেখার চারপাশে একটি বৃত্ত আঁকলেই সঙ্গে সঙ্গে সার্চ রেজাল্ট চলে আসবে। বিদেশি ভাষার কোনও লেখা অনুবাদ করা, কোনও পণ্য শনাক্ত করা বা ছবির ফ্রেমে থাকা স্থানের তথ্য জানা, এ ফিচারের মাধ্যমে সবই সম্ভব।
‘গ্যালাক্সি এ১৭ ৫জি’ স্মার্টফোনটিতে রয়েছে এক্সিনোজ ১৩৩০ (৫ ন্যানোমিটার) ৫জি প্রসেসর এবং ২.৪ গিগাহার্টজ অক্টাকোর সিপিইউ। ছয়বার অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং ৬ বছরের সিকিউরিটি আপডেটের নিশ্চয়তা। ৬.৭ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট। রয়েছে তিনটি ক্যামেরা- ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স।
ডিভাইসটি পাওয়া যাচ্ছে ৬/৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রম এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি রম, এ তিন সংস্করণে। আইপি৫৪ স্প্ল্যাশপ্রুফ রেটিং পাওয়ায় স্মার্টফোনটি পানি প্রতিরোধী। মাত্র ৭.৫ মিলিমিটার পুরুত্বের ওজনে হালকা (মাত্র ১৯২ গ্রাম)। এর পেছনের অংশে ব্যবহার করা হয়েছে গ্লাস ফাইবার-রিইনফোর্সড পলিমার এবং গরিলা গ্লাস ভিক্টাস।
গ্যালাক্সি এ১৭ ৫জি পাওয়া যাচ্ছে ব্ল্যাক, গ্রে ও ব্লু আকর্ষণীয় এ তিন রঙে। স্মার্টফোনটির বাজারমূল্য শুরু হয়েছে ২৪,৯৯৯ টাকা থেকে।





