গ্লোবাল ব্র্যান্ড অফিস পরিদর্শনে স্টারলিঙ্ক

ক.বি.ডেস্ক: স্টারলিঙ্ক তাদের ব্যবসা প্রসারের জন্য গত ১৯ অক্টোবর দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য আমাদানীকারক, পরিবেশক ও সেবাদানকারী প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর প্রধান কার্যালয় পরিদর্শন করে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্পেসএক্স এর ওশান বীরাসিংহে, ব্রায়ান শিন এবং নাটালি রাইডার। এ সময় উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ড পিএলসির চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ, মার্কেটিং হেড সেলিম বাদল প্রমুখ।
স্টারলিঙ্ক গ্লোবাল ব্র্যান্ড পিএলসির মাধ্যমে স্টারলিঙ্কের সেবা কিভাবে বাড়ানো যায়, ৩০টি ব্রাঞ্চের মাধ্যমে কিভাবে দ্রুত সাপোর্ট দেয়া যায় এবং ভবিষ্যতে স্টারলিঙ্ক প্যাকেজ ক্রয়ে আর সহজ উপায় নিয়ে আলোচনা হয়। নেটওয়ার্ক প্রযুক্তির আলো এবার পৌঁছাবে পাহাড়, চর ও প্রত্যন্ত গ্রামেও গ্লোবাল ব্র্যান্ড পিএলসি ও স্টারলিঙ্কের হাত ধরে।