সাম্প্রতিক সংবাদ

সহজ-এর সঙ্গে সহজক্যাশ-এর কোনও সম্পর্ক নেই

ক.বি.ডেস্ক: সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত খবর ও জনসাধারণের ভেতর আলোচনা ও বিভ্রান্তির প্রেক্ষিতে অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম সহজ স্পষ্ট করে জানিয়েছে সহজ ও সহজক্যাশ দুটি সম্পূর্ণ ভিন্ন প্রতিষ্ঠান। তাদের মধ্যে কোনও সম্পর্ক বা সম্পৃক্ততা নেই।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সহজক্যাশ নামক মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) বিজ্ঞাপন থেকে বিভ্রান্তির সূত্রপাত হয়। বিজ্ঞাপনে প্রতিষ্ঠানটি নিজেদের নতুন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্র্যান্ড হিসেবে যাত্রার ঘোষণা দেয়। বিজ্ঞাপনটি দেখে অনেকে তা অনলাইনে টিকিট বিক্রির প্ল্যাটফর্ম সহজ-এর সঙ্গে গুলিয়ে ফেলেন। অথচ দুই প্রতিষ্ঠানের মধ্যে কোনও সম্পর্ক নেই, এমনকি বানানেও পার্থক্য রয়েছে।

এ বিজ্ঞাপন প্রকাশের পরপরই বাংলাদেশ ব্যাংক একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়ে জনগণকে সতর্ক করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সহজক্যাশ বাংলাদেশে এমএফএস চালু করার অনুমোদন নেয়নি বা আবেদনও করেনি। ফলে প্রতিষ্ঠানটির সঙ্গে আর্থিক লেনদেনে না জড়াতে জনসাধারণকে অনুরোধ করেছে কেন্দ্রীয় ব্যাংক। সহজ বাংলাদেশ ব্যাংকের দ্রুত পদক্ষেপেকে স্বাগত জানিয়ে বলেছে, এতে জনস্বার্থ সুরক্ষিত হয়েছে ও বিভ্রান্তি দ্রুত দূর হয়েছে।

সহজ-এর প্রধান মানবসম্পদ ও পরিচালন কর্মকর্তা কর্নেল মো. আমিনুল হক (অব.) বলেন, “আমরা আমাদের ব্যবহারকারী ও অংশীদারদের আশ্বস্ত করতে চাই যে, সহজ-এর সঙ্গে সহজক্যাশ নামের কোনও প্রতিষ্ঠানের কোনও সম্পর্ক নেই। জনপ্রিয় ও প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নাম নকল করা কখনোই ভালো দৃষ্টান্ত নয়- এতে কেবল বিভ্রান্তি ও অপ্রয়োজনীয় সমস্যার সৃষ্টি হয়।”

বাংলাদেশের ডিজিটাল সেবায় সহজ দীর্ঘদিন ধরে একটি বিশ্বস্ত নাম। প্রতিষ্ঠানটি লাখো মানুষের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য ও উদ্ভাবনী অনলাইন টিকিটিং সেবা দিয়ে আসছে। নিয়ম মেনে চলা, স্বচ্ছতা ও সেবার মান বজায় রাখাকে সমসময় গুরুত্ব দিয়ে এসেছে সহজ। সহজ তাদের ব্যবহারকারী, অংশীদার ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ও প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক তথ্য কেবল সহজ-এর অফিশিয়াল প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করতে অনুরোধ করছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *