সাম্প্রতিক সংবাদ

শুরু হলো ‘ডব্লিউআরও বাংলাদেশ ২০২৫’-এর জাতীয় পর্ব

ক.বি.ডেস্ক: আজ পর্দা ওঠলো ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৫’-এর জাতীয় পর্বের। ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এ আয়োজনে তিনটি আঞ্চলিক পর্বের মাধ্যমে বাছাই করা প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহন করছে। জাতীয় পর্বে উত্তীর্ণ শিক্ষার্থীরা এই বছর নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের আন্তর্জাতিক আসরে দেশের প্রতিনিধিত্ব করবে।

এবারের প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ফিউচার ইনোভেটর্স, ফিউচার ইঞ্জিনিয়ার্স, রোবোমিশন এবং রোবোস্পোর্টস ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। বয়সভিত্তিক তিনটি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে- ইলিমেন্টারি (৮–১২ বছর), জুনিয়র (১১–১৫ বছর) এবং সিনিয়র (১৪–১৯ বছর)। জাতীয় পর্বে অংশগ্রহণের সংখ্যা অনুযায়ী, ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে ৪২টি দল, ফিউচার ইনোভেটর্স ক্যাটাগরিতে ১৬টি দল, রোবোমিশন ক্যাটাগরিতে ২০টি দল এবং রোবোস্পোর্টস ক্যাটাগরিতে ২টি দল অংশ নিচ্ছে।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টম্বর) জাতীয় পর্বের আয়োজন শুরু হয় সকাল আটটায়। নিবন্ধনের মাধ্যমে শিক্ষার্থীরা শুরু করেছে তাদের প্রতিযোগিতা। দিনব্যাপী এই প্রতিযোগিতায় ধাপে ধাপে চলতে থাকবে বিচার কাজ। বিকেলে চারটায় শুরু হবে আনুষ্ঠানিক পুরস্কার বিতরনী। এই আসরে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল কাশেম মিয়া।

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ (ডব্লিউআরওবিডি) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথভাবে এই অলিম্পিয়াড আয়োজন করছে। মিডিয়া পার্টনার দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। বিস্তারিত: https://wrobd.org/

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *