পিজ্জা ইন বাংলাদেশ -এর সঙ্গে চুক্তি করলো বাক্কো

ক.বি.ডেস্ক: পিজ্জা ইন বাংলাদেশ দেশের সব আউটলেটে ডাইন-ইন ও টেকঅ্যাওয়ে অর্ডারের ক্ষেত্রে বাক্কো সদস্য ও কর্মীদের জন্য ১৫ শতাংশ এক্সক্লুসিভ ছাড় প্রদান করবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর সদস্য ও সদস্য প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য পিজ্জা ইন বাংলাদেশ বিশেষ ছাড় প্রদানের করবে এ লক্ষে উভয় প্রতিষ্ঠান একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।
গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাক্কো এর কার্যালয়ে অনুষ্ঠিত সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন বাক্কোর সহসভাপতি মো. তানজিরুল বাসার এবং পিজ্জা ইন বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম আলি হোসেন রাজু। এ সময় উপস্থিত ছিলেন বাক্কোর অর্থ সম্পাদক মো. আমিনুল হক এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ চুক্তির মাধ্যমে উভয় পক্ষ দীর্ঘমেয়াদি সহযোগিতায় অঙ্গীকারবদ্ধ হলো, যা বাক্কো সদস্যদের জন্য বিশেষ সেবা নিশ্চিত করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ বৃদ্ধি করবে।