সাম্প্রতিক সংবাদ

এপনিক পলিসি সিগ’ এর কো-চেয়ার পূনঃনির্বাচিত হলেন শায়লা শারমিন

ক.বি.ডেস্ক: গত ৪-১১ সেপ্টেম্বর ভিয়েতনামে অনুষ্ঠিত এশিয়া প্যাসেফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক) ৬০তম সম্মেলনে এপনিক পলিসি স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (সিগ) এর চেয়ার ও কো-চেয়ার পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পলিসি সিগ চেয়ার হিসাবে নির্বাচিত হয়েছেন নেপালের বিক্রম শেরেস্তা এবং কো-চেয়ার হিসাবে পূনঃনির্বাচিত হয়েছেন বাংলাদেশের শায়লা শারমিন। শায়লা শারমিন তার প্রতিদ্বন্দ্বী ক্রিস্টোফার হকারের চেয়ে ১১১ ভোট বেশি পেয়ে পূনঃনির্বাচিত হন। শায়লা শারমিন পেয়েছেন ১৮২ ভোট এবং ক্রিস্টোফার হকার পেয়েছেন ৭১ ভোট।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ইন্টারনেট সম্প্রদায়ের মধ্যে শায়লা শারমিন একটি পরিচিত নাম। পেশাগত ভাবে তিনি এপনিক সদস্য প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসিতে সাইবার সিকিউরিটি আর্কিটেক্ট হিসাবে কাজ করছেন। আইএসপি, এন্টারপ্রাইজ এবং ব্যাংকিং খাতে তার এক দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি এপনিক কমিউনিটি প্রশিক্ষক এবং বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) নির্বাহী কমিটির সদস্য হিসাবেও দায়িত্ব পালন করছেন।

এপনিক পলিসি সিগ হলো এপনিকের একটি প্রধান ফোরাম যেখানে আঞ্চলিক ইন্টারনেট সম্প্রদায় ইন্টারনেট নাম্বার রিসোর্স (আইপিভি৪, আইপিভি৬ এড্রেস এবং অটোনোমাস সিস্টেম নম্বর) সম্পর্কিত নীতিগুলো নিয়ে আলোচনা এবং নীতি প্রনয়ন করে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *