মোবাইল স্মার্টফোন

অলরাউন্ড সুরক্ষা, সারাদিনের পাওয়ার- ভিভো ওয়াই২১ডি

ক.বি.ডেস্ক: প্রতিদিন যাদের নিরলস পরিশ্রম আমাদের জীবনকে সহজ করে তোলে, আর যাদের হাত ধরেই গড়ে ওঠে আগামীর স্বপ্ন তাদের জন্যই ভিভো নিয়ে এলো বাজেটে কড়া দেশের সেরা স্মার্টফোন ভিভো ওয়াই২১ডি। কড়া বাজেটে ভিভো এই ফোনে দিচ্ছে অলরাউন্ড ওয়াটারপ্রুফ নিশ্চয়তা ও শক্তিশালী ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি, যা ব্যবহারকারীদের দেবে সারাদিনের সুরক্ষা আর চার্জ নিয়ে দুশ্চিন্তামুক্ত অভিজ্ঞতা।

নতুন এই ফোনে থাকছে আইপি৬৮ ও আইপি৬৯+ রেটিংস যা এটিকে সাধারণ ওয়াটারপ্রুফিংয়ের চেয়ে এগিয়ে রেখেছে আরও এক ধাপ। শুধু গভীর পানিতেই নয়, বরং ভারী বৃষ্টি এমনকি ফায়ার সার্ভিসের মত উচ্চচাপের পানির ধাক্কাও সহ্য করে নেয় ফোনটি। পাশাপাশি, ওয়াটার ইজেকশন প্রযুক্তি, এসজিএস মিলিটারি গ্রেড সার্টিফিকেশন ও এয়ারস্প্রিং ফোন কেস ফোনটিকে দেয় এক্সট্রা সুরক্ষা।

এই স্মার্টফোনে রয়েছে ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি, সঙ্গে ৪৪ ওয়াটের ফ্ল্যাশচার্জার। ফোনটিতে ৫ বছরের ব্যাটারি হেলথ এর গ্যারান্টি থাকছে। রয়েছে ৬.৬৮-ইঞ্চি ডচ ডিসপ্লে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ১,০০০ নিটস পিক ব্রাইটনেস। ফোনের ব্যাক প্যানেলে থাকছে ৫০ মেগাপিক্সেল এইচডি ক্যামেরা। সঙ্গে থাকছে এআই ইরেজ ৩.০, মাল্টি স্টাইল পোট্রেইট ও স্টাইলিশ নাইট ফিল্টার।

নজরকাড়া কোরাল রেড ও জেড গ্রীন রঙে পাওয়া যাচ্ছে ভিভো ওয়াই২১ডি। ফোনটি পাওয়া যাচ্ছে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম ভ্যারিয়েন্টের মূল্য ১৮,৯৯৯ টাকা এবং ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম ভ্যারিয়েন্টের মূল্য ২০,৯৯৯ টাকা।

ফার্স্ট সেল সপ্তাহে ভিভো ওয়াই২১ডি ক্রেতাদের জন্য থাকছে বিশেষ সুযোগ। ফোনটি কেনার পাশাপাশি একটি লাকি ড্র-তে অংশ নিতে পারবেন, যেখানে পুরস্কার হিসেবে থাকছে রিরো ডব্লিউ১ স্মার্টওয়াচ অথবা রিরো নেকব্যান্ড। এ ছাড়াও থাকছে ৫৭০০ টাকা ডাউন পেমেন্টে মোমো কিস্তিতে ওয়াই২১ডি কেনার সুযোগ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *