সাম্প্রতিক সংবাদ

স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করে পদ্মা সেতু পার হওয়া যাবে

ক.বি.ডেস্ক: পদ্মা সেতুতে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের স্বয়ংক্রিয় টোল পদ্ধতি বা ইলেকট্রিক টোল কালেকশন (ইটিসি) শুরু হয়েছে। ইটিসি ব্যবস্থায় পরীক্ষামূলকভাবে এ টোল কালেকশন শুরুর মধ্য দিয়ে স্মার্ট গতিশীলতার এক নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ, যার ফলে টোল পরিশোধের জন্য যানবাহন না থেমেই টোল দিয়ে সেতু পার হতে পারবে। গত ১ সেপ্টেম্বর থেকে টিএপি অ্যাপে যানবাহন নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

ইটিসি পদ্ধতি ব্যবহারকারীরা প্রথমে ট্রাস্ট ব্যাংক লিমিটেড-এর টিএপি অ্যাপে গিয়ে টোল অপশনে গাড়ি রেজিস্ট্রেশন ও রিচার্জ সম্পন্ন করবে। এরপর পদ্মা সেতুর আরএফআইডি বুথে শুধু প্রথমবারের মতো আরএফআইডি ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ করবে। এ পদ্ধতিতে গাড়ি ব্যবহারকারীরা ন্যূনতম ৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ইটিসি লেন ব্যবহার করতে পারবেন। এ সময় স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে নির্ধারিত টোল কেটে নেয়া হবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ সেপ্টেম্বর থেকে পদ্মা সেতুতে নন-স্টপ ইটিসি চালু, টিএপি অ্যাপে রেজিস্ট্রেশন ও মাওয়া আরএফআইডি বুথে ট্যাগ যাচাই শেষে ৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে কোথাও গাড়ি থামানো ছাড়াই টোল পরিশোধ করে সেতু পারাপার করা যাবে।

এ বিষয়ে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (টোল, ব্রিজ অ্যান্ড বিইএফ) আবু সায়াদ জানান, পদ্মা সেতুতে পাইলটিং আকারে আধুনিক, নন-স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) পদ্ধতি চালু হয়েছে। এ পদ্ধতিতে টোল প্লাজায় গাড়ি না থামিয়ে নির্ধারিত লেন ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাবে। সড়কের উভয় পাশে দু’টি করে ৪টি লেন রয়েছে, নির্দিষ্ট লেনে ট্যাগ লাগানো গাড়ি দ্রুতগতিতে পার হয়ে যেতে পারবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ইতোমধ্যেই পূবালী ব্যাংক, যমুনা ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংকের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে। আইসিটি বিভাগের অ্যাক্সেস টু ইনফরমেশন প্রকল্পের অধীন এবং ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম একপে’র সহযোগিতায় ইটিসি ব্যবস্থা তৈরি হয়েছে। পদ্মা সেতুতে ইটিসি চালুর ফলে দ্রুত টোল আদায় হবে। এতে সময় বাঁচবে এবং রাজস্ব বাড়বে। সেই সঙ্গে পদ্মা সেতুর ওপর দিয়ে যাত্রীদের চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে এবং যানজটহীনভাবে যানবাহনের চলাচল নিশ্চিত হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *