সাম্প্রতিক সংবাদ

মোজাহেদুল ইসলাম ঢেউ-এর নতুন বই ‘এআই শিখুন, টাকা গুনুন’

ক.বি.ডেস্ক: আইসিটি লেখক ও সাংবাদিক মোজাহেদুল ইসলাম ঢেউ-এর নতুন বই ‘এআই শিখুন, টাকা গুনুন’ প্রকাশিত হচ্ছে। নতুন এই বইটির অনলাইন প্রি-অর্ডার শুরু হয়েছে। ডিজিটাল যুগে আমরা দাঁড়িয়ে আছি এমন এক মোড়ে, যেখানে কীবোর্ডের টোকায় ডলার বেজে ওঠে, আর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হয়ে ওঠছে মানুষের নতুন সহকর্মী। এই বই সেই সেতুবন্ধন শেখা থেকে আয়, সাংবাদিকতার অনুসন্ধান থেকে শুরু করে সাধারণ পাঠকের জন্য সচেতনতার বার্তা।

কমপিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারী লেখক মোজাহেদুল ইসলাম ঢেউ ২০০৩ সাল থেকে এক ডজনেরও বেশি তথ্যপ্রযুক্তি বিষয়ক বই প্রকাশ করেছেন। নতুন এই বইটি প্রকাশ করছে সিসটেক পাবলিকেশন্স। মুদ্রিত মূল্য ৪০০ টাকা। বইটি প্রি-অর্ডারে পাওয়া যাচ্ছে https://www.rokomari.com/book/504542/ai-shikhun-taka-gunun ঠিকানায়। প্রি-অর্ডারে ২০ শতাংশ মূল্যছাড়ে ৩২০ টাকায় পাওয়া যাবে।

বইটি তিন ভাগে বিভক্ত। প্রথম অংশে রয়েছে তরুণদের জন্য আয়ের গাইড। এখানে বলা হয়েছে কীভাবে এআই কনটেন্ট প্রম্পট ব্যবহার করে ফ্রিল্যান্স মার্কেটে সুযোগ তৈরি করা যায় এবং ছোট ছোট আইডিয়া থেকে বড়সড় ইনকাম সম্ভব হয়। দ্বিতীয় অংশ সাংবাদিকদের জন্য একেবারে ইনভেস্টিগেটিভ হ্যান্ডবুক, যেখানে এআই টুল দিয়ে ডেটা খোঁজা, সোর্স যাচাই ও সাইবার নিরাপত্তা নিয়ে কার্যকর টিপস রয়েছে। তৃতীয় অংশ সাধারণ পাঠকের জন্য যেখানে সহজ ভাষায় বোঝানো হয়েছে এআই-এর সুযোগ ও ঝুঁকি, ডিপফেক কিংবা ভুয়া খবর চিনে ফেলার কৌশল।

এই বই পড়ার বিশেষ কারণও আছে। যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চান কিন্তু পথ পাচ্ছেন না, যারা সাংবাদিকতা করছেন আর ডেটা টুলসের ম্যাজিক শিখতে চান, কিংবা যারা সাধারণ পাঠক হিসেবে এআই কীভাবে জীবন বদলাচ্ছে তা জানতে আগ্রহী তিন শ্রেণির পাঠকের জন্যই বইটি সমান উপযোগী। সব মিলিয়ে, ‘এআই শিখুন, টাকা গুনুন’ শুধু একটি বই নয়, বরং এআই যুগে টিকে থাকা এবং এগিয়ে যাওয়ার জন্য এক ধরনের পূর্ণাঙ্গ রোডম্যাপ।

লেখক মোজাহেদুল ইসলাম ঢেউ বলেন, “এই বইটি পড়ে এআই দিয়ে আয় করার অনেকগুলো দারুণ উপায় রয়েছে তা জানতে ও শিখতে পারবেন। আপনি চাইলে এআই কনটেন্ট টুল ব্যবহার করে লেখালেখির সার্ভিস অফার করতে পারেন। আবার এআই দিয়ে ব্র্যান্ড এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজ করার কাজও করতে পারেন। যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) নিয়ে কাজ করে, তারা এআই চালিত এসইও সার্ভিস দিয়ে আয় করতে পারে। এমনকি আপনি চাইলে নিজস্ব জিপিটি বানিয়ে সেটি বিক্রিও করতে পারেন।”

তিনি আরও বলেন, “শিল্প আর সৃজনশীলতায় আগ্রহ থাকলে এআই জেনারেটেড আর্ট বা ছবি তৈরি করে সেগুলো অনলাইনে বিক্রি করা দারুণ একটি পথ। এআইচালিত অ্যাফিলিয়েট মার্কেটিং, পেইড অ্যাডভার্টাইজিং ম্যানেজমেন্ট এবং অপটিমাইজেশনও জনপ্রিয় হয়ে ওঠছে। ভাষান্তর আর লোকালাইজেশন সার্ভিসে এআই ব্যবহার করে আয় করা যায় সহজেই। ডিজিটাল প্রোডাক্ট তৈরি ও বিক্রি, কিংবা এআই নিয়ে টিউটরিং এবং অনলাইন কোর্স অফার করাও অনেক সম্ভাবনাময়। আপনি চাইলে এআই–চালিত ওয়েবসাইট বানাতে পারেন অথবা ইমেইল মার্কেটিং সার্ভিস দিতে পারেন। সবশেষে ডেটা সংগ্রহ, ম্যানেজমেন্ট এবং বিশ্লেষণে এআই এখন এক অসাধারণ সহকারী। এআইচালিত কনটেন্ট তৈরি করে ভিডিও প্ল্যাটফর্ম থেকেও আয় করা সম্ভব।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *