ভাঁজ অবস্থায় ৮.৮ মি.মি পুরুত্বের ‘ম্যাজিক ভি৫’ নিয়ে এলো অনার

ক.বি.ডেস্ক: বিশ্বের সবচেয়ে পাতলা ভাঁজযোগ্য ‘অনার ম্যাজিক ভি৫’ স্মার্টফোন বাংলাদেশে উন্মোচন করেছে অনার। আনফোল্ড অবস্থায় স্মার্টফোনটির পুরুত্ব মাত্র ৪.১ মিলিমিটার এবং ফোল্ড অবস্থায় এর পুরুত্ব মাত্র ৮.৮ মিলিমিটার। ফোনটির ওজন মাত্র ২১৭ গ্রাম হওয়ায় এটি সহজে বহনযোগ্য। ১০৪ কেজি ওজনের ভারোত্তোলন করে, ভাঁজযোগ্য স্মার্টফোনের টেকসইত্বের জন্য এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে। ক্রিজ-ফ্রি ফোল্ডিং প্রযুক্তি ও উন্নত সিলিকন-কার্বন ব্যাটারির সংমিশ্রণে ব্যবহারকারীরা পাবেন দীর্ঘস্থায়ী ও নির্ভরযোগ্য অভিজ্ঞতা।
গতকাল সোমবার (২৪ আগস্ট) ঢাকার একটি স্থানীয় হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ‘অনার ম্যাজিক ভি৫’ উন্মোচন করেন অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার লাং গুও, ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলাম, বিজনেস হেড আবদুল্লাহ আল মামুন, ট্রেইনি ম্যানেজার মো. হাসান আলি রনি।
অনার ম্যাজিক ভি৫
ফোনটিতে রয়েছে ৭.৯৫ ইঞ্চি ইনার ডিসপ্লে ও ৬.৪৩ ইঞ্চি আউটার স্ক্রিন। উন্নত হিঞ্জ মেকানিজম ও এআই-নির্ভর প্রযুক্তির ফলে ফোনটি দীর্ঘদিন ব্যবহারেও স্ক্রিনে কোনও ভাঁজের চিহ্ন পড়বে না। এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন-৮ প্রসেসর এবং ১৬ গিগাবাইট পর্যন্ত র্যাম ও ৫১২ গিগাবাইট স্টোরেজ। রয়েছে ৫,৮২০ মিলিঅ্যাম্পিয়ার সক্ষমতার ব্যাটারি, যা বিশ্বের প্রথম গণ-উৎপাদিত ২৫ শতাংশ সিলিকন সমৃদ্ধ সিলিকন-কার্বন ব্যাটারি। এই ব্যাটারি অনার সুপারচার্জ প্রযুক্তিতে ৬৬ ওয়াটের পাশাপাশি ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জও নিশ্চিত করবে।
ছবি তোলার জন্য স্মার্টফোনটিতে আছে অনার এআই ফ্যালকন ক্যামেরা সিস্টেম, যার মধ্যে রয়েছে ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো, ৫০ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। উভয় ডিসপ্লেতেই রয়েছে ১২০ হার্টজ এলটিপিও ওএলইডি প্যানেল। এর আইপি৫৮ ও আইপি৫৯ রেটিং ধুলাবালি ও পানি থেকে সুরক্ষা দিবে।
অনার ম্যাজিক ভি৫ এর মূল্য ২,১৯,৯৯৯ টাকা। আগাম বুকিংয়ে থাকছে ২০,০০০ টাকা ছাড়। ফোনটির সঙ্গে উপহার হিসেবে থাকছে হেডফোন, ওয়্যারলেস চার্জার স্ট্যান্ড এবং ১২ মাসের সুদমুক্ত কিস্তি। ৩০ আগস্ট পর্যন্ত ফোনটির আগাম বুকিং চলবে।
ম্যাজিক ভি৫ -এর পাশাপাশি প্যাড ১০ ট্যাবলেটও উন্মোচন করেছে অনার। এতে রয়েছে ৭ম প্রজন্মের স্ন্যাপড্রাগন চিপসেট, ৮ গিগাবাইট র্যাম এবং ২৫৬ গিগাবাইট স্টোরেজ। ট্যাবটিতে রয়েছে ১০,১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৩৫ ওয়াটের সুপারচার্জ সিস্টেম। মাত্র ৬.২৯ মিলিমিটার পুরুত্ব ও ৫২৫ গ্রাম ওজন হওয়ায় দীর্ঘসময় ব্যবহার করেও হাতে ক্লান্তি অনুভব হবে না। ট্যাবটির সঙ্গে রয়েছে স্মার্ট স্টাইলাস কলম। এর মূল্য ৩৯,৯৯৯ টাকা। বিস্তারিত: https://smart-honor.com/