সাম্প্রতিক সংবাদ

আইসিটি খাতের অনিয়ম-দুর্নীতির শ্বেতপত্র প্রণয়নে তথ্য আহ্বান

ক.বি.ডেস্ক: দেশের আইসিটি খাতে গত ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংঘটিত অনিয়ম ও দুর্নীতির তদন্ত ও বিশ্লেষণ সাপেক্ষে একটি পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রণয়নের লক্ষ্যে তথ্য আহ্বান করেছে শ্বেতপত্র প্রণয়ন টাস্কফোর্স। ২০২৫ সালের ২১ এপ্রিল প্রধান উপদেষ্টার আদেশক্রমে গঠিত এ কমিটি ইতিমধ্যে তাদের কর্মসূচির দ্বিতীয় ও চূড়ান্ত পর্বে প্রবেশ করেছে। এ পর্যায়ে টাস্কফোর্সের মেয়াদ ২২ জুন থেকে ২১ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত তিন মাস বৃদ্ধি করা হয়েছে এবং তিনজন নতুন বিশেষজ্ঞ সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন।

আজ সোমবার (২৫ আগস্ট) আইসিটি বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন তিনজন অন্তর্ভুক্ত সদস্যরা হলেন- পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ এর চেয়ারম্যান অধ্যাপক রেজওয়ান খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এর কমপিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক চৌধুরী মফিজুর রহমান এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর কমপিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক রিফাত শাহরিয়ার।

টাস্কফোর্সের নেতৃত্বে রয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. এম নিয়াজ আসাদুল্লাহ। শ্বেতপত্র প্রণয়নের চূড়ান্ত ধাপে নাগরিক ও অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে দেশবাসীর কাছে তথ্য, মতামত ও প্রস্তাবনা আহ্বান করা হয়েছে। বিশেষ করে প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়ায় সংঘটিত অনিয়ম যেমন- টেন্ডার কারসাজি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকল্পের স্থান নির্ধারণসহ যেকোনও তথ্য জমা দেয়া যাবে।

তথ্য পাঠানোর মাধ্যমসমূহ
ইমেইল: ictwhitepaperbd2025@gmail.com
জরিপ ফর্ম: https://forms.gle/U81miZaZrQKWTwit8
ফেসবুক: www.facebook.com/ictwhitepaperbd2025

সরাসরি তথ্য জমা দেয়ার জন্য
টাস্কফোর্স প্রধান, কক্ষ ৭০৭, ৭ম তলা, আইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকা-১২০৭। আইসিটি টাওয়ারের নিচতলায় স্থাপিত পরামর্শ বাক্সেও তথ্য প্রদান করা যাবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *