আনুষাঙ্গিক মোবাইল

দশ হাজার মিলিঅ্যাম্পিয়ার সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি

ক.বি.ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি দুইটি যুগান্তকারী প্রযুক্তি নিয়ে আসছে। ব্যাটারি নিয়ে ব্যবহারকারীদের দুশ্চিন্তা পুরোপুরি দূর করতে এবং নিরবচ্ছিন্ন শক্তিমত্তাকে নতুনভাবে প্রকাশ করতে দশ হাজার মিলিঅ্যাম্পিয়ারের বেশি সক্ষমতার হাই-ডেনসিটি ব্যাটারি নিয়ে আসছে ব্র্যান্ডটি। আগামী ২৭ আগস্ট অনুষ্ঠিতব্য ৮২৮ বছরপূর্তি অনুষ্ঠানে এই উদ্ভাবন উন্মোচন করা হবে।

রিয়েলমির ৮২৮ বছরপূর্তি যা ৮২৮ ফ্যান ফেস্টিভাল নামেও পরিচিত, একটি বার্ষিক উদযাপন যা প্রতি বছর আগস্টে রিয়েলমির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়। ১০০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিটি শতভাগ ফুল-সিলিকন অ্যানোড টেকনোলজিকে সমৃদ্ধ করবে যা, প্রথমবারের মতো ১২০০ ডব্লিউএইচ/এল (ওয়াট-আওয়ারস পার লিটার) এর মতো বিরল এনার্জি ডেনসিটি অর্জন করবে। ফলে এখন দিনব্যাপী গেমিং হোক, বা কনটেন্ট ক্রিয়েশন বা দীর্ঘ ট্রাভেল অ্যাডভেঞ্চার; ব্যবহারকারীরা নিশ্চিন্ত থাকার সুযোগ পাবেন।

ব্যাটারি প্রযুক্তির ক্ষেত্রে রিয়েলমির গভীর বোঝাপড়া এবং তরুণদের প্রয়োজন পূরণে অব্যাহত প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ; স্ট্রিমিং, গেমিং বা এক্সপ্লোরিং যাই হোক না কেন ব্যবহারকারীকেই প্রাধান্য দিয়ে থাকে ব্র্যান্ডটি। হাই-ডেনসিটির এই ব্যাটারি ছাড়াও বছরপূর্তি অনুষ্ঠানে আরও একটি যুগান্তকারী প্রযুক্তি নিয়ে আসতে যাচ্ছে রিয়েলমি। বিস্তারিত জানতে https://www.facebook.com/realmeBD/ বা www.realme.com/bd ভিজিট করুন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *