স্বয়ংক্রিয় খাদ্য সরবরাহকারী রোবট ‘কিটি’ উদ্ভাবন করেছে ডিআইইউ’র শিক্ষার্থীরা

ক.বি.ডেস্ক: স্বয়ংক্রিয় খাদ্য সরবরাহ হলো একটি আধুনিক ব্যবস্থা যেখানে খাবার পৌঁছে দেয়ার জন্য মানুষের প্রয়োজন হয় না। এই কাজে একটি স্বয়ংচালিত রোবট ব্যবহৃত হয় যা নিজে নিজে চলতে পারে এবং সরাসরি গ্রাহকের কাছে খাবার পৌঁছে দেয়। রোবটটিতে ক্যামেরা, সেন্সর এবং ন্যাভিগেশন সিস্টেম থাকে যা পরিবেশ বোঝে। এটি জিপিএস এবং মানচিত্র ব্যবহার করে নির্ধারিত পথে চলে। এটি পথের মানুষ, গাড়ি এবং অন্যান্য বাধা এড়িয়ে যায়।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা স্বয়ংক্রিয় খাদ্য সরবরাহকারী রোবট ‘কিটি’ উদ্ভাবন করেছে। এই ব্যবস্থা মূলত ডেলিভারির জন্য তৈরি, অর্থাৎ রেস্টুরেন্ট বা রান্নাঘর থেকে গ্রাহকের কাছে খাবার পৌঁছে দেয়ার শেষ ধাপের জন্য। সাধারণত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আবাসিক এলাকা এবং ব্যবসায়িক এলাকায় এই রোবট ব্যবহার করা হয়।
আজ সোমবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আমিনুল ইসলাম হলে ফ্যাকাল্টি অব গ্রাজুয়েট স্টাডিজ অনুষদের আয়োজনে স্বয়ংক্রিয় খাদ্য সরবরাহকারী রোবট ‘কিটি’ উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিআইইউ’র উপাচার্য ড. এম আর কবির।
এ সময় উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব গ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন ড. কবিরুল ইসলাম, ডিআইইউ’র পরামর্শক (পেটেন্ট) ড. মো. জহিরুল ইসলাম, বাংলাদেশ পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের উপপরিচালক (পেটেন্ট) হাবিবুর রহমান ও রোবট ‘কিটি’-এর উদ্ভাবক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক হাফিজুল ইমরান।
হাফিজুল ইমরান বলেন, “আমাদের তৈরি রোবটের নাম ‘কিটি’। এটি একটি স্বয়ংক্রিয় খাদ্য সরবরাহ রোবট। এটি তৈরি করেছে ডিআইইউ’র সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। এই রোবট তৈরির যাত্রা হয় ২০২২ সালে। বর্তমানে এটি ভার্সন-১ আকারে তৈরি হয়েছে। ‘কিটি’ তৈরি করা হয়েছে মূলত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং আবাসিক এলাকার খাবার সরবরাহের জন্য।”