গেমস

নগদ আয়োজন করে ‘ইন্টার-ইউনিভার্সিটি গো-কার্ট চ্যাম্পিয়নশিপ’

ক.বি.ডেস্ক: বাংলাদেশে মোটরস্পোর্টস এখনও এক নতুন ধারা। এই নতুনত্বের মাঝেই রয়েছে তরুণদের জন্য অভিজ্ঞতা অর্জনের বিশাল সুযোগ। তাই দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘ইন্টার-ইউনিভার্সিটি গো-কার্ট চ্যাম্পিয়নশিপ’। বিশ্ব বন্ধু দিবস উপলক্ষ্যে নগদ–এর আয়োজনে দেশের ১২টি বিশ্ববিদ্যালয় থেকে বাছাইকৃত সেরা ৫০ জন শিক্ষার্থী এই ব্যতিক্রমধর্মী চ্যাম্পিয়নশিপে অংশ নেয়।

সম্প্রতি, সাভারের ফ্যান্টাসি কিংডম থিম পার্কে দিনব্যাপী গ্রুপভিত্তিক বাছাই পর্ব, সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ডে রেসিংয়ের মধ্য দিয়ে চূড়ান্ত হয় বিজয়ী। ‘ইন্টার-ইউনিভার্সিটি গো-কার্ট চ্যাম্পিয়নশিপ’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি নগদ–এর সহকারী প্রশাসক খন্দকার শাহনূর সাব্বির। এ সময় উপস্থিত ছিলেন নগদ–এর চিফ মার্কেটিং অফিসার সাইমন ইমরান হায়দার।

প্রতিযোগিতায় ৫০ হাজার টাকার প্রাইজমানি ও চ্যাম্পিয়ন ট্রফি পেয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সাকিব ইবনে সাইদ। ৩০ হাজার টাকা ও প্রথম রানার-আপ ট্রফি পেয়েছেন আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী যুবায়ের হোসেন এবং ২০ হাজার টাকা ও দ্বিতীয় রানার-আপ ট্রফি পেয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সাইয়ীদ হোসেন চন্দন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *