উদ্যোগ

ডিআইইউ’তে অনুষ্ঠিত হলো ‘ডিজিটাল সাংবাদিকতা’ প্রশিক্ষণ

ক.বি.ডেস্ক: চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের জন্য ‘ডিজিটাল সাংবাদিকতা’ বিষয়ক দু’দিনব্যাপী (২-৩ আগস্ট) এক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণে চাঁদপুর প্রেসক্লাবের ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ডিজিটাল সাংবাদিকতা কি, কেন ও কিভাবে; মোবাইল ভিডিও ধারনের মূলনীতিও সেটিংস; মোবাইল ক্যামেরা ফ্রেমিং, শট টাইপ, ইন্টারভিউ, বি-রোল ধারন কৌশল সম্পর্কে শেখানো হয়।

গতকাল রবিবার (৩ আগস্ট) ড্যাফাডিল ইন্টারনাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ডিজিটাল সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ল্যাবে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আর কবির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশাহ, সাধারন সম্পাদক মো. কাদের পলাশ, ডিআইইউ’র সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান আফতাব হোসেন, সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল কাবিল খান এবং জনসংযোগ বিভাগের জ্যেষ্ঠ সহকারি পরিচালক মো. আনোয়ার হাবিব কাজল।

গত শনিবার (২ আগস্ট) এই প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এফেয়ার্সের ডিন প্রফেসর ড. মোস্তফা কামাল এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. লিজা শারমিন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *