আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

স্যামসাংয়ের ভিশন এআই প্রযুক্তির নতুন সিরিজের টিভি

ক.বি.ডেস্ক: ঘরোয়া বিনোদনের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে নতুন সিরিজের টিভি উন্মোচন করেছে স্যামসাং। ২০২৫ সিরিজে রয়েছে ‘ভিশন এআই’ প্রযুক্তি। যা দুর্দান্ত ছবি ও শব্দের মাধ্যমে দর্শকদের টিভি দেখার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। নতুন এ লাইনআপে যেমন রয়েছে ফ্ল্যাগশিপ নিও কিউএলইডি এইটকে টিভি, তেমনি আছে বাজেটবান্ধব ইউএইচডি ও এফএইচডি টিভির বিভিন্ন মডেল।

স্যামসাং টিভির নতুন এ সিরিজে ব্যবহার করা হয়েছে এআই প্রযুক্তি, যা ক্রেতাদের আধুনিক জীবনধারাকে করে তুলবে আরও স্মার্ট। মানসম্পন্ন ছবি ও শব্দের জন্য জন্য ভিশন এআই’তে রয়েছে এআই আপস্কেলিং প্রো ও এআই পিকচার, ডলবি অ্যাটমস সমর্থিত এআই সাউন্ড প্রযুক্তির অ্যাডাপ্টিভ সাউন্ড প্রো এবং টিভির ব্যবহারকে আরও বিশেষায়িত করে তুলতে এআই কাস্টোমাইজেশন মোডের মাধ্যমে এআই অপ্টিমাইজেশন সুবিধা। এআই এনার্জি মোড থাকার কারণে একই ধরনের টিভির অন্য মডেলের তুলনায় এ সিরিজের টিভিতে বিদ্যুৎ খরচ কম হবে প্রায় ৩০ শতাংশ পর্যন্ত।

সম্প্রতি দেশের বাজারে স্যামসাংয়ের ভিশন এআই প্রযুক্তির নতুন সিরিজের টিভি উন্মোচন করেন স্যামসাং বাংলাদেশের ডেপুটি জেনারেল ম্যানেজার (রিটেইল স্ট্র‍্যাটেজি) কনজ্যুমার ইলেকট্রনিক্স রাজীব দাশ গুপ্ত, ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রোডাক্ট প্ল্যানিং) কনজ্যুমার ইলেকট্রনিকস মো. শরিফুল ইসলাম, মাস্টার ট্রেইনার, কনজ্যুমার ইলেকট্রনিকস রায়হান গনি মারুফ এবং ক্যাটাগরি ম্যানেজার (টিভি) কনজ্যুমার ইলেকট্রনিকস পারভেজ খালেদ।

২০২৫ সিরিজের ফ্ল্যাগশিপ মডেল হচ্ছে নিও কিউএলইডি এইটকে টিভি। এতে রয়েছে কোয়ান্টাম মেট্রিক্স টেকনোলজি প্রো এবং স্যামসাংয়ের এআই প্রসেসর। এর ফলে, টিভির পিকচার পারফরমেন্স আগের চেয়েও অনেক বেশি সমৃদ্ধ। ওএলইডি টিভি (৭৭, ৬৫ ও ৫৫ ইঞ্চি); কিউএলইডি টিভি ( ৮৫, ৭৫, ৬৫, ৫৫, ৫০ ও ৪৩ ইঞ্চি); ক্রিস্টাল ইউএইচডি (৮৫, ৭৫, ৬৫, ৫৫, ৫০ ও ৪৩ ইঞ্চি); এফএইচডি মডেল (৪৩ ইঞ্চি) এবং এইচডি মডেল (৩২ ইঞ্চি)।

স্যামসাং নিয়ে এসেছে গ্লেয়ার-ফ্রি ডিসপ্লে, যা আলোর প্রতিফলন কমিয়ে আরামদায়ক ও প্রাণবন্ত টিভি দেখার অভিজ্ঞতা নিশ্চিত করবে। নতুন এই সিরিজে আরও একটি বিশেষ সুবিধা নিয়ে এসেছে আর্ট স্টোর। এ স্টোরে বিশ্বের বিখ্যাত প্রায় ৩০০০ এরও বেশি শিল্পকর্ম ও আলোকচিত্র থাকছে ডিসপ্লেতে ব্যবহারের জন্য। টিভিতে স্যামসাং নক্স সিকিউরিটি মাধ্যমে এন্ড-টু-এন্ড এনক্রিপশন (ইটুইই) যুক্ত করে ডেটা সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্মার্ট থিংসের মাধ্যমে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে ঘরের অন্যান্য স্মার্ট ডিভাইসগুলো নির্বিঘ্নে টিভির সঙ্গে সংযুক্ত রাখা যাবে, সহজেই তৈরি করা যাবে স্মার্ট হোম।

২০২৫ সিরিজের টিভিগুলো পাওয়া যাবে স্যামসাং অনুমোদিত পার্টনার – ট্রান্সকম ডিজিটাল, র‍্যাংগস ইমার্ট ও ইলেক্ট্রা ইন্টারন্যাশনালে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *