অপো রেনো১৪ ফাইভজি’র প্রি-অর্ডার চলবে ৫ আগস্ট পর্যন্ত

ক.বি.ডেস্ক: নান্দনিকতা ও উদ্ভাবনের সমন্বয়ে নিয়ে আসা অপো রেনো১৪ সিরিজ ফাইভজি’র প্রি-অর্ডার গ্রহণ শুরু করেছে। এই প্রি-অর্ডার চলবে ৫ আগস্ট পর্যন্ত। প্রি-অর্ডারে থাকছে টপপে’র মাধ্যমে ০% ইন্টারেস্ট রেটে কার্ডলেস ক্যাশ ইএমআই সুবিধা। এই সুবিধা পেতে কোনও ক্রেডিট কার্ড দরকার হবে না। এখন স্মার্ট ইএমআই সমাধানের মাধ্যমে কোনও ধরনের ঝামেলা ছাড়াই রেনো১৪ ফাইভজি ও রেনো১৪ এফ ফাইভজি স্মার্টফোন ব্যবহার করার সুযোগ পাবেন সবাই।
রেনো১৪ ফাইভজি (১২ জিবি + ২৫৬ জিবি) প্রি-অর্ডারে ক্রেতারা পাবেন ২৮,০০০ টাকা মূল্যের সুবিধা। রয়েছে টপপে’র মাধ্যমে ০% ইন্টারেস্ট রেটে কার্ডলেস ক্যাশ ইএমআই সুবিধা, অপো এনকো বাডস৩ এবং ফ্লিপার থেকে ১০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস। এ ছাড়াও দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি ও এক বছর মেয়াদী লিকুইড অ্যান্ড অ্যাক্সিডেন্টাল ড্যামেজ প্রটেকশন সুবিধা। একইসঙ্গে আড়ংডটকম ও আড়ং অ্যাপ থেকে কেনাকাটার ক্ষেত্রে ১০ শতাংশ বিশেষ ছাড়।
রেনো১৪ এফ ফাইভজি (৮ জিবি + ২৫৬ জিবি) প্রি-অর্ডারে ক্রেতারা ৬,৩৮৮ টাকারও বেশি সুবিধা পাবেন। টপপে’র মাধ্যমে ০% ইন্টারেস্ট রেটে কার্ডলেস ক্যাশ ইএমআই সুবিধা, ও-লাইক এয়ারবাডস, ফ্লিপার থেকে ১,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস। এ ছাড়া দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি, এক বছর মেয়াদী লিকুইড অ্যান্ড অ্যাক্সিডেন্টাল ড্যামেজ প্রটেকশন সুবিধা এবং আড়ং থেকে কেনাকাটার ক্ষেত্রে ১০ শতাংশ ছাড়।
ওপাল হোয়াইট ও লুমিনাস গ্রিন রঙে নিয়ে আসা রেনো১৪ ফাইভজির মূল্য ৭৯,৯৯০ টাকা এবং ওপাল ব্লু ও লুমিনাস গ্রিন রঙে নিয়ে আসা রেনো১৪ এফ ফাইভজির মূল্য ৪২,৯৯০ টাকা। প্রি-অর্ডার করে এই সকল সুবিধা জিতে নেয়ার সুযোগ থাকছে। বিস্তারিত: https://www.facebook.com/OPPOBangladesh