সাম্প্রতিক সংবাদ

বাংলাদেশ থেকে ট্যাব বানিয়ে নেবে আমেরিকার একটি প্রতিষ্ঠান

আল-আমীন দেওয়ান: বাংলাদেশ হতে নিজস্ব ব্র্যান্ড ও ডিজাইন অনুযায়ী মোবাইল ট্যাবলেট বানিয়ে নেবে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান। এসব ডিভাইস বাংলাদেশে তৈরি হলেও তা স্থানীয় বাজারে ব্যবহার হবে না, শতভাগ রপ্তানি হবে। অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারার (ওডিএম) মডেলে এসব ট্যাবলেটে আমেরিকার সিম প্রতিষ্ঠানের সিমও বিল্ডইন থাকবে।

বাংলাদেশে কারখানা স্থাপনকারি ইস্মার্টু টেকনোলজির সঙ্গে এমন চুক্তির আলোচনা এগিয়ে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডক্টরকুমো (drkumo) নামের প্রতিষ্ঠানটি। মূলত ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রযুক্তিতে কাজ করে ডক্টরকুমো। স্বাস্থ্য প্রযুক্তিকে আরও সহজে ব্যবহারের জন্য তারা মোবাইল ট্যাবভিত্তিক নতুন প্রযুক্তি বাজারে আনছে, যেটি ওডিএম পদ্ধতিতে বাংলাদেশে তৈরি হবে।

ইস্মার্টু বাংলাদেশে টেকনো, আইটেল ও ইনফিনিক্স ব্র্যান্ড মোবাইল হ্যান্ডসেট তৈরি করে। নারায়ণগঞ্জের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে তাদের রয়েছে নিজস্ব কারখানা। প্রতিষ্ঠানটি পিসিবি আমদানি করে ট্রানশান হোল্ডিংস হতে।

ইস্মার্টু টেকনোলজির সিইও রেজওয়ানুল হক জানান, “বাংলাদেশে যে বিশ্বমানের ডিভাইস তৈরি হয়, আমেরিকার এই প্রতিষ্ঠানটির আগ্রহ তা প্রমাণ করে। আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি, আর্থিক বিষয়গুলো চূড়ান্ত হলে আমরা শিগগির চুক্তি করবো এবং উৎপাদনে যাবো।”

ইতোমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এই ডিভাইস তৈরির অনুমোদন দিয়েছে। নিয়ন্ত্রণ সংস্থাটি বলছে, ভবিষ্যতে আরও আন্তর্জাতিক ব্র্যান্ডকে বাংলাদেশমুখী করবে। ডক্টরকুমোর মতো হাইটেক স্বাস্থ্য প্রযুক্তি ব্র্যান্ডের ডিভাইস দেশে তৈরি হওয়া মানে শুধু অর্থনৈতিক সুযোগ নয়, বরং আন্তর্জাতিক মানের প্রযুক্তি ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা প্রতিষ্ঠার একটি নজিরও।

লেখক: আল-আমীন দেওয়ান- নির্বাহী সম্পাদক টেকশহর ডট কম এবং সাংগঠনিক সম্পাদক টিআরএনবি

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *