চালু হলো পাঠাও’র নতুন ডিজিটাল ওয়ালেট ‘পাঠাও পে’

ক.বি.ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও এবার চালু করেছে ‘পাঠাও পে’, এই নতুন ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে খুব সহজেই টাকা লেনদেন, অ্যাকসেস এবং ম্যানেজ করতে পারবেন। আজ (৮ জুলাই) থেকে সারাদেশে ডিজিটাল সার্ভিস সহজ করার পথে এটি পাঠাও-এর আরেকটি বড় পদক্ষেপ। ‘পাঠাও পে’ দিয়ে আপনি এখন খাবার অর্ডার করা, রাইড নেয়া, বন্ধুদের সঙ্গে বিল ভাগ করা বা কাউকে টাকা পাঠানো সবকিছুই করতে পারবেন খুব সহজে।
উন্মোচন উপলক্ষে নতুন ‘পাঠাও পে’ ব্যাবহারকারিরা পাচ্ছেন পাঠাও-এর কোর সার্ভিসগুলোতে ৩,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। পাঠাও ফুড-এ সর্বোচ্চ ১,০০০ টাকা, পাঠাও কার রাইডে সর্বোচ্চ ১,০০০ টাকা, পাঠাও বাইক-এ সর্বোচ্চ ৫০০ টাকা এবং পার্সেল ডেলিভারিতে সর্বোচ্চ ৫০০ টাকা প্রতি সার্ভিস অনুযায়ী ক্যাশব্যাক।
‘পাঠাও পে’-তে আছে কিছু মজার ফিচার, যেমন- ‘পে ট্যাগ’ দিয়ে ব্যক্তিগত তথ্য শেয়ার না করেও সহজে টাকা রিসিভ করা বা অনেকের কাছ থেকে একসঙ্গে টাকা তোলা, ‘স্প্লিট পে’ দিয়ে বন্ধুদের সঙ্গে বিল ভাগাভাগি করা, ‘গ্রুপ সেন্ড মানি’ দিয়ে একসঙ্গে অনেকজনকে টাকা পাঠানো এবং ‘অটো পে’ দিয়ে অটোমেটেড পেমেন্ট সিস্টেম এখন ট্রানজেকশনকে করবে আরও দ্রুত, স্মার্ট ও সুবিধাজনক।
ব্যবহারকারিরা এখন মোবাইল রিচার্জও করতে পারবেন অ্যাপ থেকেই। আর খুব সহজেই ‘পাঠাও পে’-তে অ্যাড মানি করতে পারবেন আপনার ডেবিট ও ক্রেডিট কার্ড (ভিসা, মান্টারকার্ড, এমেক্স) বা নগদ থেকে। তাই পাঠাও চালু করেছে পাঠাও পে কার্ড, এটি মিউচিয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি দ্বারা সাপোর্টেড এবং মাস্টারকার্ড পাওয়ার্ড। এই মাল্টি-কারেন্সি ডেবিট কার্ডের মাধ্যমে ব্যবহারকারিরা দেশে এবং বিদেশে আরও সহজে তাদের ফাইন্যান্স কন্ট্রোল করতে পারবেন।
কার্ডটি পাওয়া যাবে তিনটি ইউনিক ডিজাইনে- স্টারলিট হরিজন, পার্পেল হাজি এবং সানশাইন বিচ। এই কার্ডে থাকছে, রিয়েল-টাইম ওয়ালেট ব্যালেন্স সিঙ্কিং, ডুয়াল কারেন্সি সাপোর্ট, এনএফসি ট্যাপ ও পে (পিন ছাড়াই ৫০০০ টাকা পর্যন্ত) এবং মিউচিয়াল ট্রাস্ট ব্যাংকের সব এটিএম থেকে বিনামূল্যে টাকা তোলার সুযোগ। মাস্টারকার্ডে গ্লোবাল রিচ, রোবাস্ট সিকিউরিটি সুবিধার মাধ্যমে সঠিকভাবে পাসপোর্ট এনডোর্সমেন্ট করা থাকলেই এই কার্ড দিয়ে খুব সহজেই দেশে-বিদেশে শপিং, সাবস্ক্রিপশন, ট্রাভেলসহ সব ধরণের ইন্টারন্যাশনাল পেমেন্ট করা যাবে। বিস্তারিত: https://pathao.go.link/gTuDn.