১৩ বছরের সাফল্যের স্বীকৃতি: গ্লোবাল ব্র্যান্ড-কে লেনোভোর সম্মাননা

ক.বি.ডেস্ক: প্রযুক্তির অগ্রযাত্রায় এক যুগের বেশি সময় ধরে হাতে হাত রেখে এগিয়ে চলেছে লেনোভো ও গ্লোবাল ব্র্যান্ড। এই দীর্ঘদিনের আস্থা, পারস্পরিক সহযোগিতা এবং নিরবিচার প্রয়াসের স্বীকৃতি হিসেবে ‘লেনোভো ৩৬০ এভল্ভ’ অনুষ্ঠানে গ্লোবাল ব্র্যান্ড অর্জন করেছে “বেস্ট ভ্যালু বিজনেস পার্টনার ২০২৪-২৫ বাংলাদেশ” সম্মাননা। লেনোভো ও গ্লোবাল ব্র্যান্ড দীর্ঘ ১৩ বছরের বিশ্বাস ও সাফল্যের গল্পে যুক্ত হলো নতুন অধ্যায়। নব উদ্যমে ও নতুন লক্ষ্য নিয়ে তারা আগামীর প্রযুক্তি-ভবিষ্যতের পথে এগিয়ে চলেছে একসঙ্গে।
সম্প্রতি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ‘লেনোভো ৩৬০ এভল্ভ’ অনুষ্ঠানে গ্লোবাল ব্র্যান্ডের উপ-ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন খোন্দকার “বেস্ট ভ্যালু বিজনেস পার্টনার ২০২৪-২৫ বাংলাদেশ” সম্মাননা গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন লেনোভো ইন্ডিয়ার পরিচালক (বিক্রয়- ওভারসিজ বিজনেস) নাভিন কেজরিওয়াল; আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক (কনজ্যুমার- ওভারসিজ বিজনেস) শেখর কর্মকার; আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক (কমার্শিয়াল- ওভারসিজ বিজনেস) সমীর বর্ষণী; লেনোভো বাংলাদেশের আঞ্চলিক চ্যানেল ব্যবস্থাপক হাসান রিয়াজ জিতু এবং গ্লোবাল ব্র্যান্ডের হেড অব লেনোভো বিজনেস রেজাউল করিম তুহিন।
জসিম উদ্দিন খোন্দকার বলেন, “এই স্বীকৃতি ব্যবসায়িক কৃতিত্বের পাশাপাশি অনুমোদিত লেনোভো পণ্যকে দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার নিরলস চেষ্টার ফসল। গ্লোবাল ব্র্যান্ড এবং লেনোভোর এই যুগলযাত্রা বরাবরের মতোই ভবিষ্যতের প্রযুক্তি সম্ভাবনার দরজা উন্মোচনে প্রতিশ্রুতিবদ্ধ।”
রেজাউল করিম তুহিন বলেন, “এই অর্জন কেবল আমাদের প্রতিষ্ঠানের নয়, এটি আমাদের পুরো টিমের, আমাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোর এবং সর্বোপরি বাংলাদেশের প্রযুক্তি খাতের জন্য একটি গর্বের মুহূর্ত।”