‘আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ’ সিজন-২ এর চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত

ক.বি.ডেস্ক: দেশের প্রযুক্তিখাতে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে অনুষ্ঠিত হয় ‘আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ’ সিজন-২ এর চুড়ান্ত পর্ব। এই প্রতিযোগিতার লক্ষ্য হল প্রযুক্তিনির্ভর ভবিষ্যত গড়তে আগামীর প্রজন্মকে তৈরি করা। তরুণ সমাজকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলা, সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধি, উদ্ভাবনী শক্তি জাগ্রত করা এবং তথ্যপ্রযুক্তি শিক্ষাকে জনপ্রিয় করে তোলা। এই অলিম্পিয়াড শুধু প্রতিযোগিতা নয়, বরং একটি প্ল্যাটফর্ম যা তরুণদের দক্ষতা বিকাশে সহায়তা করে।
সারা দেশের বিভিন্ন জেলা থেকে বাছাইকৃত ১০ হাজার শিক্ষার্থীর মধ্যে থেকে চূড়ান্ত পর্বে নির্বাচিত ২৯০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। দিনব্যাপী এ আয়োজনে অনুষ্ঠিত হয় লিখিত, ব্যবহারিক এবং ভাইভা পরীক্ষা। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ-এর আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের চিফ টেকনোলজি অফিসার মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে একদল আইসিটি শিক্ষাবিদ ও প্রযুক্তি বিশেষজ্ঞ সারা দিনব্যাপী অনলাইন, অফলাইন এবং সরাসরি ভাইভা পরীক্ষার মাধ্যমে ৩৯ জন বিজয়ী নির্বাচন করেন।বিজয়ী ৩৯ জনের মধ্যে নগদ টাকা, স্বাস্থ্য বীমা, ল্যাপটপ, ট্যাব, লোকাল ট্যুর, ইন্টারন্যাশনাল ট্যুর, ট্রফি, মেডেল, সার্টিফিকেট ও নানা পুরস্কার প্রদান করা হয়। একই সঙ্গে তাদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য প্রস্তুত করার ঘোষণা দেয়া হয়।
গতকাল শনিবার (২৪ মে) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিউইবিটি)- এর ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় ‘আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ’ সিজন-২ এর চুড়ান্ত পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউবিটি’র উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকাত আলী।
এ সময় উপস্থিত ছিলেন অলিম্পিয়াড বিচারক প্যানেলের সদস্য ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস এর আইকিউএসি ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন, স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই চেয়ারম্যান মো. তাহজিবুল ইসলাম, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের এডভাইজার আমান সুলেমান এবং কোয়ান্টাম সেইফ বাংলাদেশের সিইও মুজতবা সত্তার অনন্ত। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহরিয়ার খান, সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রহমান নিপু, প্রোগ্রামের কো-কনভেনর গোলাম সারোয়ার।
‘আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ’ সিজন-২ এর চুড়ান্ত পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে সিজন-৩ এর উদ্বোধন করা হয়। পরবর্তী সিজন-৩ এর জন্য রেজিস্ট্রেশনের আহ্বান জানানো হয়।