আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

থার্মালটেক পণ্যের সেরা পরিবেশক হলো ইউসিসি

ক.বি.ডেস্ক: সম্প্রতি তাইওয়ানে অনুষ্ঠিত প্রযুক্তি পণ্যের বৃহত প্রদর্শনী ‘কমপিউটেক্স তাইপেই ২০২৫’-এ বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান থার্মালটেক বাংলাদেশের বাজারে দীর্ঘদিনের উন্নত গ্রাহকসেবা ও বাজার সম্প্রসারণে অসাধারণ অবদানের জন্য ইউসিসি-কে “সেরা পরিবেশক অ্যাওয়ার্ড” প্রদান করা হয়। অ্যাওয়ার্ডটি গত মঙ্গলবার (২০ মে) ‘কমপিউটেক্স তাইপেই ২০২৫’-এ থার্মালটেক টিটি পার্টিতে প্রদান করা হয়।

থার্মালটেকের সিইও বলেন, “ইউসিসির সঙ্গে আমাদের অংশীদারিত্ব গত কয়েক বছরে উল্লেখযোগ্য সাফল্য এনেছে। তাদের পেশাদারিত্ব, বাজার বিশ্লেষণ এবং গ্রাহকদের কাছে থার্মালটেক পণ্য পৌঁছে দেয়ার ক্ষেত্রে তাদের অঙ্গীকার প্রশংসনীয়। এই পুরস্কার তাদের অক্লান্ত প্রচেষ্টার স্বীকৃতি।”

ইউসিসি’র ডিজিএম অ্যান্ড হেড অব প্রোডাক্ট ম্যানেজমেন্ট জয়নুস সালেকীন ফাহাদ বলেন, “থার্মালটেকের মতো বিশ্বস্ত ব্র্যান্ডের কাছ থেকে এই সম্মান আমাদের গর্বিত করেছে। বাংলাদেশে উচ্চমানের প্রযুক্তি পণ্য সরবরাহে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই অর্জন আমাদের ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে অনুপ্রেরণা যোগাবে। এই অ্যাওয়ার্ড প্রাপ্তি বাংলাদেশের আইসিটি খাতে ইউসিসির নেতৃত্বকে আরও সুদৃঢ় করেছে এবং আন্তর্জাতিক স্তরে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার প্রতি আলোকপাত করেছে।”

ইউসিসি বাংলাদেশে থার্মালটেকের অনুমোদিত পরিবেশক হিসেবে দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করছে। গেমিং পিসি কম্পোনেন্ট, কুলিং সলিউশন ও পাওয়ার সাপ্লাই ইউনিটের মতো ইনোভেটিভ পণ্য প্রবর্তনে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা রাখছে। দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্যের পরিবেশক প্রতিষ্ঠান হিসেবে ইউসিসি আন্তর্জাতিক অনেক শীর্ষ ব্র্যান্ডের বাংলাদেশে একমাত্র অনুমোদিত পরিবেশক।

উল্লেখযোগ্য প্রযুক্তি ব্র্যান্ডের মধ্যে রয়েছে থার্মালটেকের পাশাপাশি এএমডি, এসার, এমএসআই, স্যাফায়ার, ট্রান্সসেন্ড, ভিউসনিক, ডিলিংক, জোটাক সহ আরও বেশ কয়েকটি বিশ্বখ্যাত ব্র্যান্ড। ইউসিসি গ্রাহক এবং খুচরা বিক্রেতাদের সর্বোচ্চ মানের সেবা প্রদান করে আসছে এবং ভবিষ্যতেও একই ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার করে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *